পাকিস্তানের আদালত চত্বরে জোরালো বিস্ফোরণ, মৃত ১২

লাহোর, ২ সেপ্টেম্বর (হি.স.): জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের মার্দান শহর| শুক্রবার সকালে মার্দান জেলা bomb blastআদালতের সামনে গ্রেনেড ছুঁড়ে বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি| জোরালো বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২ জন| আহতের সংখ্যা ৫২| হামলার দায় স্বীকার করেছে ‘জামাতুল আহরার’ জঙ্গি সংগঠন| উদ্ধারকারী অফিসার হারিস হাবিব বলেছেন, এ পর‌্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে| মৃতদের মধ্যে রয়েছেন আইনজীবী, পুলিশ এবং সাধারণ নাগরিক| আহত ৫২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে মার্দান জেলা আদালতের সামনে গ্রেনেড ছুঁড়ে বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি| তার কিছুক্ষণ পরই আদালতের মূল ফটকের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ওই জঙ্গি| তড়িঘড়ি ঘটনাস্থলে পেঁৗছয় পাক নিরাপত্তা বাহিনী| এ পর‌্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে| আহত ৫২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক, তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|