পেশোয়ার, ২ সেপ্টেম্বর (হি.স.): জঙ্গি হামলায় ফের রক্তাক্ত হল পাকিস্তানের পেশোয়ার| শুক্রবার সকালে আফগানিস্তান
সীমান্তের কাছাকাছি অবস্থিত শহর পেশোয়ারে হামলা চালায় জঙ্গিরা| জঙ্গিদের অতর্কিতে গুলিবর্ষণের পর পাল্টা গুলি ছোড়ে পাকিস্তান পুলিশও| এলোপাথাড়ি গুলির লড়াইয়ে খতম হয়েছে ৪ জঙ্গি| মৃতু্য হয়েছে এক সাধারণ নাগরিকেরও| হামলার দায় স্বীকার করেছে ‘জামাতুল আহরার’ জঙ্গি গোষ্ঠী|
পাকিস্তান পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা নাগাদ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছাকাছি খ্রিস্টান কলোনির সামনে হঠাত্ই গুলি চালাতে শুরু করে একদল জঙ্গি| গোটা এলাকা ঘিরে পাল্টা গুলি চালায় এনফোর্সমেন্ট জওয়ানরা| পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে ৪ জঙ্গির মৃতু্য হলেও, অভিযান এখনও শেষ হয়নি| ঠিক কত জন জঙ্গি খ্রিস্টান কোলনিতে হামলা চালিয়েছিল, তা স্পষ্ট নয়| পুলিশের অনুমান, জঙ্গিরা আত্মঘাতী জ্যাকেট পরেছিল| আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি| লেফটেন্যান্ট জেনারেল াসিম বাজওয়া জানিয়েছেন, দু’পক্ষের দুলির লড়াই চলাকালীন দুই জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়| বাকি ২ জঙ্গিকে নিকেশ করে সেনা|
2016-09-02

