নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ আগষ্ট৷৷ ২৩শে আগষ্ট আই পি এফ টি মিছিলে হামলার প্রতিবাদ জানিয়ে তৈদু আই পি এফ টি কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল সহ সভা অনুষ্ঠিত হয় বুধবার দুপুরে৷ এদিনের প্রতিবাদী সভাতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আই পি এফ টি কমিটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া৷ এছাড়াও ছিলেন আই ডব্লিও এফ টি কমিটির রাজ্য কমিটির যশোদা জমাতিয়া সহ সিন্দু কুমার জমাতিয়া৷ এদিন শত শত আই পি এফ টি কর্মী সমর্থকরা ২৩ শে আগষ্টের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তৈদু বাজারে মিছিল সংগঠিত করে৷ পরে বাজারে এসে জড়ো হয়ে সভা অনুষ্ঠিত হয়৷ সভাতে বক্তব্য রাখতে গিয়ে মেবার কুমার জমাতিয়া বলেন, আই পি এফটি কর্মী সমর্থকদের হামলা একটা পূর্ব পরিকল্পিত সিপিআইএম এর একটি চাল৷ এছাড়া সভাতে বক্তব্য রাখেন রাজ্যে আই পি এফটি মহিলা সংঘটনের যশোদা জমাতিয়া, রাজ্যে অর্গানাইজ কমিটির সম্পাদক সিন্দু কুমার জমাতিয়া সহ আরো অনেকে৷
2016-09-01