মুম্বই, ৩১ আগস্ট (হি.স.): ধর্ষকদের জেল থেকে আর প্যারোলে মুক্তি দেওয়া হবে না| এমনটাই জানিয়ে দিল মহারাষ্ট্র সরকার| দেবেন্দ্র ফড়ণবিশ সরকার প্যারোল আইনে কড়াকড়ি আনতে চাইছে কারণ, ২০১২ সালে মুম্বইয়ে ধর্ষণের পর খুন করা হয় আইনজীবী পল্লবী পুরকায়স্থকে| ঘটনায় অভিযুক্ত সাজাদ মোগল প্যারোলে মুক্তি পেয়েই চম্পট দেয়| এখনও তাকে ধরতে পারেনি পুলিশ| তাই কার্যত বাধ্য হয়েই প্যারোল আইনে কড়াকড়ি আনতে চাইছে মহারাষ্ট্র সরকার|
সাধারণত দুই ধরনের প্যারোল আইনসিদ্ধ| একটি সাধারণ, অন্য হল আপত্কালীন| স্বাভাবিক প্যারোলে ৪৫ থেকে ৬০ দিনের জন্য জেল থেকে ছাড়া পায় অভিযুক্ত| আর আপত্কালীনের ক্ষেত্রে ৭ দিন| এবার থেকে ধর্ষণ, ধর্ষণ করে খুন ও মাদক অপরাধের যে কোনও আইনে অভিযুক্তরা শুধুমাত্র ৭ দিনের প্যারোলেই মুক্তি পাবে| তবে, বাবা, মা, ভাই, বোন, স্ত্রীর মৃতু্য বা তাঁরা কঠিন রোগশয্যায় থাকলেই কেবলমাত্র মুক্তি পাবে অভিযুক্তরা| এছাড়া প্যারোলের গ্যারান্টি বাবদ অর্থের পরিমাণ ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করে দেওয়া হবে ১৫ হাজার টাকা|
2016-09-01