নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩১ আগষ্ট৷৷ বহুদিন যাবৎ চড়িলামে বিদ্যুৎ বিভ্রাট চরমে, গ্রাহকরা বিদ্যুৎ বিভ্রাটে ভুগছেন৷ গত
২৯শে ফেব্রুয়ারী যখন ভারত ও ওইন্ডিজের টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল খেলা চলছিল তখন চড়িলাম এলাকায় সাধারণ নাগরিক ও ব্যবসায়ীর যৌথভাবে জাতীয় সড়ক অবরোধ করে এর ফলশ্রুতি হিসাবে পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত হয়ে পড়েছিল কয়েকজন ব্যবসায়ী ও সাংবাদিকরা৷ আজ সকাল ১১টা ৪৫ মিনিটে চড়িলামের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলিত ভাবে তৃণমূল পার্টি অফিস থেকে এক মিছিল সংঘটিত করে চড়িলাম এলাকায় পরিক্রমণ করে৷ চড়িলাম বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে বিদ্যুৎ নিগমের এস ডিও খোকন দেববর্মা, ওসি ম্যানেজার দীপক দাসের হাতে বিদ্যুতের চার দফা দাবীর ডেপুটেশন তুলে দেন৷ লোডশেডিং এর দাপটে নাজেহাল সাধারণ জনগন৷ অবশেষে বিদ্যুৎ নিগমের অফিসে ৪ দফা দাবী নিয়ে ১৯ চড়িলাম ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা ডেপুটেশন প্রদান করেন৷ ডেপুটেশন প্রদান করেন গোপীনাথ সাহা, ভবতোষ দত্ত ও অন্যান্যরা৷ গত দুমাস ধরে সবচেয়ে বেশী বিদ্যুৎ ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগন৷ জানা গেছে বহুবার পঞ্চায়েত এবং বিডিও শান্তুনু বিকাশ দাসকে বিদ্যুৎ পরিষেবা নিয়ে জানালেও এর কোন সন্তুষ্ট মূলক পরিস্থিতি লক্ষ্য করা যায়নি৷ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করণের কোন উদ্যোগ নেয় নি দপ্তর৷ দুমাস ধরে প্রতিদিন দু-তিন ঘন্টা করেও বিদ্যুৎ থাকে না এলাকায়৷ এই বিদ্যুৎ পরিষেবা নিয়ে নেতা বাবুরা কোন উদ্যোগ নেয়নি বললেই চলে৷ আজ স্থানীয় বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ নিগমের এস ডি ও এর কাছে চার দফা দাবী গুলো পেশ করেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা গোপীনাথ সাহা৷ দাবীগুলো হলো-চড়িলামের স্থানীয় বিদ্যুৎ নিগম অফিসে ২৪ ঘন্টা একটি গাড়ির ব্যবস্থা করা, চড়িলামের জন্য একটি ফিডার ব্যবস্থা করা, চড়িলাম থেকে ধারিয়াথল, হেরমা এবং লাটিয়াছড়া এবি কেবল তার ব্যবহার করে বিদ্যুৎ সংযোগ করা, জোতের জায়গায় যে সমস্ত পুরানো বিদ্যুৎ খঁুটি রয়েছে তা সরিয়ে সরকারী জায়গায় বসানো৷ এই দাবী গুলো পেশ করে বলেন ১৫ দিনের মধ্যে যে এর সুরাহা করেন, নয়তো ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীরা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন৷ বিদ্যুৎ বিভ্রান্তির কারনে ঘটছে বিভিন্ন রকম উশৃঙ্খলাতামূলক কাজকর্ম ও চুরি হওয়ার মতো কিছু অসামাজিক কাজ৷
2016-09-01

