স্কুল বাস ও ট্রাকের মুখোমুখির সংঘর্ষে আহত ২০জন, হাসপাতালে দেখতে গেলে পর‌্যটনমন্ত্রী

শিলিগুড়ি ২৩ আগস্ট (হি.স): শিলিগুড়ি শহরে স্কুল বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ| ঘটনায় আহত হল ২০ জন পড়ুয়া সহ road acccident copyশিক্ষিকা| মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চম্পাসারির দেবীডাঙ্গায়| এদিন সকালে একটি সিটি অটোকে ওভারটেক করতে গিয়ে স্কুল বাস ট্রাকের মুখোমুখি হয়ে পড়ে| অবশ্য সেইসময় গাড়ির গতি বেশী না থাকায় দূর্ঘটনার ভয়াবহতা বাড়েনি| স্কুল বাসে থাকা ছাত্রছাত্রী এবং শিক্ষিকা আহত হয়| দূর্ঘটনার পরই আহতদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নিয়ে আসে শিলিগুড়ি জেলা হাসপাতালে| হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০ জন আহতদের মধ্যে ১৪ জনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়| বাকি ৩ জন ছাত্র এবং ৩ জন ছাত্রীকে ভর্তি করা হয়েছে| জানা গেছে, এদিন সকালে শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের বাস পড়ুূয়াদের নিয়ে দেবীডাঙ্গা দিয়ে যাচ্ছিল| বাসটির সামনে একটি অটো থাকায় বাসের চালক বেপরোয়াভাবে অটোকে ওভারটেক করতে গিয়েই ট্রাকের মুখোমুখি হয়ে পড়ে| সেই কারণেই দূর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন| ঘটনায় ১৬ জন ছাত্র-ছাত্রী এবং ৪ জন শিক্ষিকা আহত হয়| তাদেরকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে এলে ৪ জন শিক্ষিকা এবং ১০ জন ছাত্র-ছাত্রীকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হলেও বাকি ৬ জন ছাত্রছাত্রীর চিকিত্সা চলছে| খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ গিয়ে স্কুল বাস এবং ট্রাকটিকে আটক করেছে| গাড়ি দুটি চালককে জেরা করা হচ্ছে| ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে চলে যান পর‌্যটনমন্ত্রী গৌতম দেব, তৃণমূল নেতা মদন ভট্টাচার‌্য| মন্ত্রী গৌতম দেব, আহতদের চিকিত্সার ব্যবস্থা দেখেন| বেপরোয়াভাবে চলা স্কুল বাসগুলির উপর কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষনা করেন তিনি| এদিকে, মদন ভট্টাচার‌্য বলেন, আহত পড়ুয়ারা এখন ভাল আছে| তবে তাদের চিকিত্সার ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখতে বলা হয়েছে| স্কুল বাসগুলির চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করার জন্য তিনি উদ্যোগী হবেন বলেও জানিয়েছেন মদন ভট্টাচার‌্য|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *