BRAKING NEWS

পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি এক যুবক, গুরুতর আহত আরও তিনজন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/আগরতলা, ১৭ আগষ্ট৷৷ ফের দূর্ঘটনা৷ বুধবার সন্ধ্যা সোয়া সাতটা নাগাদ উদয়পুর থেকে আগরতলাগামী টিআর-০১-এ-১৪৮৪ নম্বরের ACCIDENTবাসটি বিশালগড় থানার অধীন সিপাহীজলার দুই নং গেইট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ তাতে বাসের কয়েকজন যাত্রী অল্পবিস্তর আহত হয়েছেন৷ স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷ অন্যদিকে দূর্ঘটনার পর প্রায় আধঘন্টা ঐ সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ বিশালগড় থানার পুলিশ গিয়ে দূর্ঘটনাগ্রস্ত বাসটিকে ক্রেন দিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে৷ তারপর যান চলাচল স্বাভাবিক হয়েছে৷

এদিকে, মঙ্গলবার রাতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিন বাইক আরোহী গুরুতর জখম হয়েছেন৷ এদের মধ্যে বুধবার সকালে একজনের মৃত্যু হয়েছে৷ অন্য দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ মঙ্গলবার রাতে টিআর-০১-১৫৩৭ নম্বরের একটি ট্রাক আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে চড়িলাম সমবায় ব্যাঙ্কের সামনে টিআর-০১-ইউ-৮৭৫৮ নম্বরের একটি বাইককে ধাক্কা দেয়৷ তাতে বাইক আরোহী তিনজনই ছিটকে পড়ে রাস্তায়৷ সঙ্গে সঙ্গে তাদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা আশঙ্কাজনক দেখে তিনজনকেই জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জানা গিয়েছে, তাদের মধ্যে সঞ্জিত দেবনানথ (২৩) বুধবার সকালে জি বি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷ অপর দুই আরোহী প্রণব দেবনাথ এবং গৌরাঙ্গ দেবনাথ বর্তমানে জি বি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ তাদের প্রত্যেকেরই বাড়ি ব্রজপুর এলাকায়৷ এই দূর্ঘটনায় পুলিশ ট্রাক চালক রঙলা দেববর্মা (৩১) কে গ্রেপ্তার করেছে৷ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে ট্রাকের হেডলাইট ছিল না বলে দূর্ঘটনাটি ঘটেছে৷

এদিকে, আগরতলা পূর্ব থানার অধীন চন্দ্রপুরে একটি প্রাইভট কার এবং টমটমের মধ্যে সংঘর্ষে গুরুতর জখম হয়েছে টমটম চালক রাসমোহন দাস৷ দূর্ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে চন্দ্রপুরের আইএসবিটি এলাকায়৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিআর-০১-এ ই-০৩২১ নম্বরের একটি ইন্ডিকা গাড়ি দ্রুতবেঘে ছুটে গিয়ে একটি টমটমকে ধাক্কা দেয়৷ তাতেই টমটমের চালক রাসমোহন দাস গুরুতর জখম হয়৷ তাকে জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টমটম ও ইন্ডিকা গাড়িটি আটক করেছে৷ একটি মামলা নেওয়া হয়েছে৷ এদিকে, দূর্ঘটনার পরপরই ইন্ডিকার চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *