BRAKING NEWS

সুকটি দূর্ঘটনায় গুরুতর জখম শোরুমের কর্মী

road acccident copyনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই৷৷ আজকাল দুর্ঘটনা যেন মানুষের নিত্যসঙ্গী৷ আকাশ, জল সড়ক ও রেলপথে প্রায়ই কোথাও না কোথাও  দুর্ঘটনা ঘটেই চলেছে৷ দুর্ঘটনার সমুদ্রহানির সঙ্গে সঙ্গে মানুষের অমূল্য  প্রাণও  অকালে ঝরে পড়ে৷  পথ চললে যেমন হোঁচট, লাগার সম্ভাবনা থাকে৷ তেমনি যানবাহনের দুর্ঘটনার সম্ভাবনাকে সম্পূর্ণ এড়ানো যায় না৷ তবে সাবধানতা অবলম্বন করলে দুর্ঘটনার সম্ভাবনাকে অনেকটা  রোধ করা যায়৷ কোন দুর্ঘটনার পেছনে কোন না কোন কারণ থাকে৷ মঙ্গলবার বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় ঘটে এক মর্মান্তিক যান দুর্ঘটনা৷ বিকাল চারটায় টিআর০১-এএ-৯৬৮২ নম্বরের একটি সুকটি নিয়ে ট্রাইয়েল দেওয়ার জন্য বের হয় অসীম রায় নামে বিশালগড়  হোন্ডা শোরুমের এক কর্মী৷ এই সুকটিটি গত ৬-৭-২০১৬ তারিখে চিন্ময় দেবনাথ নামে এক ব্যক্তি ক্রয় করেন৷ তার বাড়িও জাঙ্গালিয়া  এলাকায়৷ হোন্ডা শোরুমের কর্মী অসীম জাঙ্গালিয়ার চিন্ময়ের কাছ থেকে সুকটিটি নিয়ে বের হয়ে পাঁচ মিনিটের মধ্যে বিশালগড় জাঙ্গালিয়া সুকলের কাছে পৌঁছলেই  আগরতলাগামী একটি ডিআই গাড়ি বেপরোয়া গতিতে এসে  সুকট আরোহী অসীম রায়কে ধাক্কা দিলে ছিটকে পড়ে রাস্তায়৷ রক্তাক্ত অবস্থায়  পড়ে থাকে মাঝ রাস্তার মধ্যে৷ সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ছুটে আসেন ঘটনাস্থলে৷ এর পূর্বেই এলাকার মানুষ মিলে তাকে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়৷ সেখানে কর্তব্যরত ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করে দেন৷ অসীমের অবস্থা খুবই সংকটজনক৷ এখন জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷  তারপর পুলিশ বাহিনীর কর্মীরা এসে এলাকায় ঘটে যাওয়ার পরিস্থিতির তদন্ত করেন৷ কিন্তু সুকটিকে ধাক্কা মেরে পালিয়ে যেতে সক্ষম হন ডিআই গাড়ির চালক৷ পুলিশ থানার মাত্র এক কিলোমিটার ব্যবধান৷ দুর্ঘটনাস্থল থেকে কিন্তু কি করে গাড়িটি  পালিয়ে যায় এ নিয়ে সাধারণের মনে প্রশ্ণ? প্রায়ই যান দুর্ঘটনা ঘটছে, গতকালও একই এলাকায় ঘটেছিল যান দুর্ঘটনা অথচ সে ধরনের পরিষেবার ব্যবস্থায় প্রতি কেমন যেন একটা উদাসীন্যভাব৷ কিন্তু যথেষ্ট তদারকি হচ্ছেনা, ফলে দুর্ঘটনা ঘটছে৷ যেখানে শত শত যাত্রীর প্রাণ সংশয়ের সম্ভাবনা, সে পরিষেবা বাড়িকে আধুনিকীকরণ করে প্রশাসনের উচিত দুর্ঘটনা যাতে ঘটতে না পারে তার সব রকম ব্যবস্থা করা৷ এব্যাপারে প্রশাসন কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *