BRAKING NEWS

হাওড়ার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত যোগেন্দ্রনগরের বেশ কিছু বাড়ি, গেলেন এসডিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ যোগেন্দ্রনগর এলাকায় বেশ কয়েকটি বাড়িঘর হাওড়া নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ নদীগর্ভে বিলীন হয়ে গেছে কিছু অংশ৷ বেশ কিছু বাড়িঘর বিপজ্জনক অবস্থায় রয়েছে৷ তাতে যে কোন সময় জীবনহানির আশঙ্কাও রয়েছে৷ বিষয়টি ৩০ নং ওয়ার্ডের মেয়র ইন কাউন্সিল প্রবোধচন্দ্র দাস সদরের এসডিএমকে জানান৷ এসডিএম সমিত রায় চৌধুরী মঙ্গলবার দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে যোগেন্দ্রনগর এলাকা পরিদর্শন করেন৷ তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের সঙ্গেও কথা বলেন৷ হাওড়া নদীর ভাঙন থেকে নদীরপাড়ে বসবাসকারী পরিবারগুলিকে রক্ষার জন্য  প্রশাসনের তরফে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানানো হয়৷ নদীর ভাঙন রোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে তিনি নির্দেশও দিয়েছেন৷ এসডিএমের সফরে এলাকার লোকজন কিছুটা হলেও আশার বাণী পেয়েছেন৷ উল্লেখ্য, হাওড়া নদীর দু’পারে প্রচুর বাড়িঘর রয়েছে৷ বর্ষাকালে ঐসব বাড়িঘর জলপ্লাবিত হয়৷ এমনকি কিছু কিছু বাড়িঘর হাওড়ার নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যায়৷ তাতে, এসব পরিবার অসহায় হয়ে পড়ে৷ এসব পরিবারকে রক্ষার লক্ষ্যেই সদর মহকুমা প্রশাসন প্রয়োজনীয উদ্যোগ গ্রহণ করবে বলে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *