BRAKING NEWS

ঈদ আসন্ন, মজুরীর জন্য কমলপুরে সড়ক অবরোধ করলেন ক্ষুব্ধ রেগা শ্রমিকরা

MGNREGA_Logo_smallনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ রেগা প্রকল্পে কাজ করেও মজুরির টাকা সময়মতো না পাওয়ায় ক্ষোভে ফঁুসছেন রেগা শ্রমিকরা৷ এই ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটতে শুরু করেছে৷ মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্ম উৎসব ঈদের প্রাক্কালেও বকেয়া টাকা না পাওয়ায় ধলাই জেলার কমলপুর আমবাসা সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ রেগা শ্রমিকরা৷ দীর্ঘক্ষণ অবরোধ চলতে থাকে৷ শেষ পর্যন্ত প্রশাসনের কর্মকর্তারা ছুটে গিয়ে আলোচনাক্রমে আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিতে সক্ষম হন৷ আগামী সোমবারের মধ্যেই ঐ এলাকার রেগা শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে৷ এরই পরিপ্রেক্ষিতে আপাতত আন্দোলন প্রত্যাহার করা হলেও পরবর্তী সময়ে দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷
হাতের গোনা আর মাত্র কয়েকদিন৷ এরপরই শুরু হতে চলেছে মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব৷ আর এই ঈদ উৎসবের প্রাক্কালে শ্রমিকরা রেগার মজুরি না পেয়ে পথ অবরোধে সামিল হন৷সারা দেশে মুসলিম সম্প্রদায়ের রমজান মাসের রোজার ঈদ৷ আর এরই প্রাক্কালে বিভিন্ন পঞ্চায়েতে শ্রমিকদের টাকা নিয়ে তালবাহানা৷ শ্রমিক কাজ করে সময়মত টাকা পায় না৷ এর পরিপ্রেক্ষিতে আজ সকাল এগারটা থেকে দুপুর বারটা পর্যন্ত আমবাসা কমলপুর সড়ক উত্তর হালাহালি পঞ্চায়েত অফিসের সামনে রাস্তায় প্রায় তিন শতাধিক লোক পথ অবরোধে সামিল হন৷ খবর দেওয়া হয় কমলপুর মহকুমা শাসক শুভাশিস দাস ও দূর্গাচৌমুহনী ব্লকের বিডিও জ্যোতি রায়কে৷ তারা দ্রুতগতিতে অবরোধ স্থলে ছুটে আসেন৷ পরে তাদেরকে আশ্বাস দেওয়া হয় আগামী সোমবারের মধ্যে শ্রমিকরা তাদের সমস্ত টাকা পাবে৷ এরপর ক্ষুব্ধ শ্রমিকরা অবরোধস্থল থেকে সরে আসে৷ এবিষয়ে মহকুমা শাসক শুভাশিস দাস বলেন তিনি অবরোধের খবর পেয়ে আসেন এবং শ্রমিকদের ক্ষোভ বিক্ষোভের কথা শুনেন৷ পাশাপাশি তিনি বলেন রেগার টাকা নিয়ে এই সমস্যা বিভিন্ন জায়গায় চলছে৷ এরপর সব কিছুর সমস্যার সমাধান করতে হবে বলে জানান তিনি৷ পাশাপাশি ক্ষুব্ধ শ্রমিকরা বলেন প্রায় সময় উত্তর হালাহালি পঞ্চায়েতের মধ্যে শ্রমিকদের টাকা নিয়ে তালবাহানা করে আসছে পঞ্চায়েতের কর্মকর্তারা৷ এবার তারা কুড়ি দিনের কাজ করেছে প্রায় ৩৯৫ জন শ্রমিক৷ কিন্তু কাজ করার পর আজ পর্যন্ত তাদের টাকা পায়নি৷ শেষে বাধ্য হয়ে তারা আজ অবরোধে সামিল হন৷ এখন দেখার বিষয় প্রশাসনের কথাও কাজে কতটুকু মিল৷ তার দিকে তাকিয়ে আছে ক্ষুব্ধ শ্রমিকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *