দুই সুকলছাত্রীকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে এক যুবক দোষী সাব্যস্ত

court hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ টাকারজলায় দুই কিশোরী সুকল ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা সংক্রান্ত রোমহর্ষক চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত তিনজনের মধ্যে একজনকে শনিবার দোষী সাব্যস্ত ফাস্ট ট্রেক আদালত৷ দোষী সাব্যস্ত ঐ ব্যাক্তির নাম আশীষ দেববর্মা৷ যে দুজনকে আদালত বেকসুর খালাস করেছে তারা হল প্রহর দেববর্মা ও বুধু দেববর্মা৷ উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে আদালত তাদেরকে বেকসুর খালাস করেছে৷ দোষী সাব্যস্ত আশীষ দেববর্মার সাজা ঘোষণা করা হবে সোমবার৷
উল্লেখ্য, ২০১৪ সালের ১১ সেপ্ঢেম্বর টাকারজলার হেমন্ত পাড়ার রাবার বাগানে দুই উপজাতি কিশোরী ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ একই গাছের একই ডালে পাওয়া গিয়েছিল৷ জানা গেছে, টাকারজলা হোস্টেল থেকে তিন কিশোরী ছাত্রী নিখোজ হয়েছিল৷ তাদের তিনজনকেই হেমন্ত পাড়ার জঙ্গলে নিয়ে গিয়েছিল বন্ধু নামধারীরা৷ তাদের মধ্যে দুই জনকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছিল৷ অপর এক ছাত্রী পালিয়ে এসেছিল৷