আঠারমুড়া এডিসি ভিলেজে সিপিএমে ভাঙন, শতাধিক ভোটার যোগ দিলেন বিজেপিতে

BJP CPIM LOGOনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ জুন৷৷ লাল দূর্গের ভাঙ্গন অব্যাহত রয়েছে৷ তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী ব্লকের আঠারমুড়া এডিসি ভিলেজের কৃষ্ণমণি চৌধুরী পাড়াতে বিজেপির এক সভাতে সিপিএম ছেড়ে বিজেপিতে ৩৫ পরিবারের শতাধিক ভোটার সোমবার বিজেপি পতাকা তলে সামিল হন৷ এদের বরণ করে নেন বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক বিকাশ দেববর্মা৷
মুঙ্গিয়াকামী ব্লকের অন্যন্ত প্রত্যন্ত এলাকা কৃষ্ণমণি চৌধুরী পাড়া৷ ভোটের পর ভোট আসলেও ওই এলাকার জনজাতি গিরিবাসীদের উন্নয়নে ছিটে ফোঁটাটুকু পায় না৷ আর তার ফলে দীর্ঘদিন যাবৎ ক্ষোভে ফঁুসছেন বলেন দলত্যাগীদের মধ্যে৷ সোমবার দীর্ঘদিনের ক্ষোভ উগড়ে দিয়ে লাল পতাকা ছেড়ে বিজেপির পতাকার নিচে সামিল হয়ে বর্তমান সরকারের দুর্নীতি, স্বজনপোষণ সহ নারী নির্যাতনের বিরুদ্ধে বঞ্চনার শিকার কৃষ্ণমণি চৌধুরী ৩৫ পরিবারের মোট শতাধিক ভোটার বিজেপির পতাকার নিচে সামিল হন৷ দলত্যাগীদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে বরণ করে নেন খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক বিকাশ দেববর্মা৷ এছাড়া উপস্থিত ছিলেন কৃষ্ণপুর মন্ডল কমিটির সম্পাদক নির্মল সরকার সহ আরো বিজেপির নেতৃত্বরা৷ এদিনের দলত্যাগ সভাকে কেন্দ্র করে বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক বিকাশ দেববর্মা বর্তমান বামফ্রন্ট সরকারের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন দলত্যাগীরা দীর্ঘ দিন যাবৎ সিপিএমের মিছিল জনসভা থেকে ছোটখাটো প্রত্যেকটি সভাতে যোগদান করেছেন৷ কিন্তু বিনিময়ে তাদের জন্য ভাবেনি বর্তমান সরকার৷ তাই তারা বিজেপির পতাকার নিচে সামিল হয়েছেন৷ তিনি আরো বলেন, কৃষ্ণমণি চৌধুরী পাড়ার মতো মুঙ্গিয়াকামী ব্লকের আরো বিভিন্ন উপজাতি জনবসতিপূর্ণ এলাকায় পানীয় জল, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য সহ প্রয়োজনীয় মৌলিক অধিকার গিয়ে পৌঁছায়নি৷ এছাড়া এদিনের দলত্যাগীদের মধ্যে অনেকে বলেন, সিপিএম দল ছাড়ার মূল কারণ অনুন্নয়ন৷ দীর্ঘ কয়েক যুগ থেকে বামফ্রন্ট করে আসছেন৷ কিন্তু তাদের অবস্থা যে তিমিরে ছিল সে তিমিরেই রয়ে গেছে৷ তাই তারা বিজেপিতে যোগদান করেন৷ দলত্যাগী অভিমুন্য দেববর্মা জানান, ওই এলাকা স্বাস্থ্য পানীয় জল, শিক্ষা সহ উপজাতিদের জন্য বরাদ্দকৃত মৌলিক অধিকারের সুবিধা থেকে বঞ্চিত৷ তাই তিনি বিজেপির পতাকার দলে সামিল হয়েছেন৷ এদিনের দলত্যাগ সভাতে বিকাশ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণপুর মন্ডল কমিটির সম্পাদক নির্মল দাস সহ আরো অনেকেই৷ সভাতে বক্তব্য রাখেন মন্ডল কমিটি সম্পাদক নির্মল সরকার৷ প্রত্যন্ত এলাকার সিপিএমের এত বড়সড় ভাঙ্গণে চিন্তিত সিপিএম তাবড়তাবড় নেতৃত্বরা৷