শরিকদের আপত্তি উড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে জোট বজায় রাখবে সিপিএম

CONGWESTBANGALCPIMকলকাতা, ১১ জুন৷৷ পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী কংগ্রেসের সাথে জোটের প্রশ্ণে শরিক দলগুলির আপত্তি উড়িয়ে দিল সিপিএম৷ তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস মোকাবিলায় কংগ্রেসের সাথে জোটেই সম্মতি সিপিএম রাজ্য কমিটির৷ দলের রাজ্য কমিটির বৈঠকে সব জেলাই একমত যে, রাজ্য জুড়ে শাসকদলের সন্ত্রাস মোকাবিলায় কংগ্রেসের সাথে জোট বজায় রাখার যথেষ্ট প্রয়োজন রয়েছে৷ শনিবার রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনে রিপোর্ট পেশ করে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ঘোষণা দিয়েছেন জোট করেই রাজ্যে সন্ত্রাস মোকাবিলা করবে সিপিএম৷
সূত্রের খবর, সিপিএম রাজ্য কমিটির বৈঠকে অধিকাংশ জেলাই কংগ্রেসের সাথে জোটের পক্ষে মত দিয়েছে৷ কেবলমাত্র জলপাইগুড়ি, বর্ধমান ব্যতিক্রমী সুরে কথা বলেছে৷ তাদের বক্তব্য, ভোট মিটে যাওয়ার পর জোটের প্রয়োজনীয়তা আদৌ আছে কি না তা ভেবে দেখা উচিত৷ দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জোট বিরোধীদের স্পষ্ট জানিয়ে দেন ভোটের পরও জোটের দরকার রয়েছে৷ তাঁর দাবি, জোট হয়েছিল বলেই বামেদের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছিল৷ জোটের পক্ষে ভোটও পড়েছে প্রচুর৷ ফলে যারা জোটের পক্ষে ভোট দিয়েছেন এবং কাজ করেছেন তাদের জন্য সমস্ত আক্রমণের মোকাবিলা করতেই এখনও জোটের প্রয়োজনীয়তা রয়েছে৷
তবে, শুক্রবার বামফ্রন্টের শরিক দলগুলি জোটের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ণ তুলেছিল৷ সিপিএম বাদে অন্য শরিক দল জোটের বিরোধীতায় সরব হয়েছিল৷ তাদের বক্তব্য ভোট মিটে যাওয়ায় জোটের প্রয়োজনীয়তা অনেকাংশেই কমে গিয়েছে৷ এনিয়ে বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন রয়েছে৷ কিন্তু, আজ সিপিএম রাজ্য কমিটির বৈঠকে অধিকাংশ জেলা যেভাবে জোটের পক্ষে মত দিয়েছে তাতে সিপিএম শরিক দলগুলির জোটের পক্ষে আপত্তি উড়িয়ে দিতে সাহস পেয়েছে৷ তাতে আগামী দিনে কংগ্রেসের সাথে জোটের প্রশ্ণে বামফ্রন্টে চিড় ধরতে পারে বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷