BRAKING NEWS

রাজ্য পুলিশের যোগ্যতা ও দক্ষতা বাড়াতে পুণঃপ্রশিক্ষণের উপর মুখ্যমন্ত্রীর গুরুত্বারোপ

KTDSনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ রাজ্যের পুলিশ বাহিনীর যোগ্যতা ও দক্ষতা বাড়ানোর প্রশ্ণে স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার অত্যন্ত তাৎপর্য্যপূর্ণভাবে তাদের প্রশিক্ষণ ও পুনঃপ্রশিক্ষণের বিষয়ে গুরুত্ব দিয়েছেন৷ জাতীয় স্তরে রাজ্যের পুলিশ বাহিনীকে সুনাম অর্জন করতে হবে, সেই লক্ষ্যে তাদের যোগ্যতা এবং দক্ষতা আরও বাড়ানোর জন্য প্রশিক্ষণ ও পুনঃপ্রশক্ষিণের ব্যবস্থা করতে তিনি পুলিশের মহানির্দেশককে পরামর্শ দিয়েছেন৷ তাতে রাজ্যের সমগ্র পুলিশ বাহিনীর যোগ্যতা ও দক্ষতা নিয়ে যে প্রশ্ণ উঠে মুখ্যমন্ত্রীর পুলিশ মহানির্দেশককে দেওয়া পরামর্শের মাধ্যমেই তা প্রতিষ্ঠা পেয়েছে বলেই মনে করা হচ্ছে৷ বৃহস্পতিবার নরসিংগড়স্থিত কে টি ডি সিং পুলিশ ট্রেনিং কলেজ মাঠে রাজ্য পুলিশের ৮৩ তম ব্যাচের কনস্টেবলদের পাসিং আউটের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পুলিশের মহানির্দেশককে উদ্দেশ্য করে বলেন, সমগ্র পুলিশ বাহিনীর ধারাবাকিভাবে তাদের প্রশিক্ষণের কাজ হাতে নিতে হবে৷ প্রথম এক বছরের বেশী সময় নিয়ে যে প্রশিক্ষণ হয় তা মূলত বেসিক ট্রেনিং৷ এরপর কর্মস্থলে যোগদানের পর থেকে তাদের নির্দিষ্ট সময় পর পর দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর প্রশিক্ষণ ও পুনঃপ্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে৷ জাতীয় স্তরের সাথে সাযুজ্য রেখে রাজ্য পুলিশের এই ধরণের প্রশিক্ষণও যাতে উন্নতমানের হয় সেই বিষয়ে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷
পুলিশের সমস্ত কাজের সাথে মানুষের সুনিবিড় সম্পর্ক ও বন্ধন জড়িয়ে রয়েছে৷ মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে৷ কাজের কোন অবস্থাতেই দুর্বলতা প্রদর্শন করা চলবে না৷ নরসিংগড় কে টি ডি সিং পুলিশ ট্রেনিং কলেজ মাঠে আজ পুলিশের ৮৩তম ব্যাচের কনস্টেবলদের পাসিং আউটের শপথ অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক হরিচরণ সরকার, পুলিশের মহানির্দেশক কে নাগরাজ, আরক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকগণ সহ এলাকার বহু মানুষ৷
পাসিং আউট কনস্টেবলরা শপথ অনুষ্ঠানে ১২টি প্ল্যাটুনে ভাগ হয়ে কুচকাওয়াজ প্রদর্শন করেন৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন৷ ২০১৫ সালের ১৫ জুন ৫৫৪ জন নিযুক্তি প্রাপ্ত কনস্টেবলদের প্রশিক্ষণ শুরু হয়েছিল৷ ইন্ডোর ও আউটডোর এই দুটি বিভাগে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়৷ এর মধ্যে বিভিন্ন আইন সংক্রান্ত বিষয়, ফরেনসিক সায়েন্স, পুলিশের নৈতিকতা, কম্পিউটার, মানবাধিকার, ট্রাফিক ব্যবস্থাপনা, সহনশীলতা যোগা, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়৷ এছাড়া উগ্রপন্থী মোকাবিলায় কুচছড়ায় দুসপ্তাহের প্রশিক্ষণ দেয়া হয়৷ প্রশিক্ষণ চলাকালীন অন্তর্বিভাগ, বহির্বিভাগ, সহনশীলতা, গুলি ছোঁড়া বেস্ট ইন কন্ডাক্ট সব দিক দিয়ে শ্রেষ্ঠত্বের জন্য ৬ জনকে অনুষ্ঠানে পুরসৃকত করা হয়৷ এছাড়া প্যারেড পরিচালনার জন্য একজনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার তাদেরকে পুরসৃকত করেন৷ মুখ্যমন্ত্রী একটি স্মরণিকাও প্রকাশ করেন৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, নতুন কনস্টেবলরা আজ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল কাজের সাথে যুক্ত হলেন৷ তিনি বলেন, পুলিশের প্রধান দায়িত্ব দেশে, রাজ্যে ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে প্রশাসনকে সর্বতোভাবে সহায়তা করা৷ শান্তি, সুস্থিতি, সম্প্রীতি একতা, সংহতিকে সুদৃঢ় হতে সাহায্য করা৷ পাশাপাশি সমাজের যে কোন জটিল সময়ে প্রাকৃতিক দুর্যোগ বা মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে থেকে যথাসম্ভব সহায়তা করতে যোগ্য ভূমিকা নেওয়া৷ এই সমস্ত দায়িত্ব পালন করতে গেলে পুলিশ বাহিনীকে শৃঙ্খলা পরায়ণ হতে হবে৷ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে৷ একাজ শুধু কর্মজীবনেই নয়, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে নিষ্কলুষ ও চরিত্রবান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে৷
মুখ্যমন্ত্রী বলেন, পুলিশ ট্রেনিং একাডেমি তাদের কর্মকান্ডের মাধ্যমে সাফল্যের সাথে সুপ্রতিষ্ঠিত হচ্ছে৷ আগামীদিন এই একাডেমিকে দেশের মধ্যে সেরা প্রশিক্ষণ কেন্দ্রে উন্নীত করতে মুখ্যমন্ত্রী পুলিশের মহানির্র্দেশক সহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে আহ্বান জানান৷ তিনি বলেন, প্রতিবছর পুলিশ, টিএসআর, হোমগার্ডে শূন্যপদে লোকনিয়োগ করা হবে৷ মুখ্যমন্ত্রী আরো বলেন, পুলিশ বাহিনীতে মহিলার সংখ্যা বাড়াতেও আমরা সিদ্ধান্ত নিয়েছি৷ ৫/৭ বছর আগেও রাজ্যের পুলিশ বাহিনীতে মহিলা সংখ্যা ছিল ২ শতাংশের কম৷ পর্যায়ক্রমে একে ১০,১৫, ২০ শতাংশে নিয়ে যেতে হবে৷ যদিও কাজটা সহজ নয়৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, টিএসআর বাহিনী গত ৫/৭ বছর ধরে দেশের ডাকে এবং কেন্দ্রীয় সরকারের আহ্বানে বিভিন্ন রাজ্যে যোগ্যতার সাথে যে দায়িত্ব পালন করেছে তা রাজ্যের পুলিশ বাহিনীর গর্ব৷ এই ধারা যাতে অব্যাহত থাকে সে জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান৷
অনুষ্ঠানে স্বাগত ভাষণে পুলিশের মহানির্দেশক কে নাগারাজ জানান, পুলিশ ট্রেনিং একাডেমীর আরও উন্নতির জন্য কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এখানে কিছুদিনের মধ্যে আরও ১০৪ জন মহিলা কনস্টেবলের প্রশিক্ষণ শুরু হবে৷ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশের অতিরিক্ত মহানির্দেশক এস এস চতুর্বেদী৷ পাসিং আউট কনস্টেবলরা এদিন অনুষ্ঠানে যোগাসন প্রদর্শন করেন৷
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক হরিচরণ সরকার, পুলিশের মহানির্দেশক কে নাগরাজ, আরক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকগণ সহ এলাকার বহু মানুষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *