মুদ্রাস্ফীতির আশঙ্কা, রেপো রেট একই রাখলেন রঘুরাম রাজন

নয়াদিল্লি, ৭ জুুন (হি.স.): রিজার্ভ ব্যাঙ্ক যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে টাকা ধার দেয়, সেই রেপো রেট একই থাকছে| মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন জানিয়ে দিলেন, রেপো রেট ৬.৫ শতাংশই থাকছে| রিভার্স রেপো রেট-ও ৬ শতাংশই থাকছে| রিভার্স রেপো রেট হল যে হারে বাণিজ্যিক ব্যাঙ্ক থেকে কেন্দ্রীয় ব্যাঙ্ক টাকা ধার নেয়| ব্যাঙ্কগুলিকে আমানতের কিছু অংশ রিজার্ভ ব্যাঙ্কে জমা রাখতে হয় যাকে বলে ক্যাশ রিজার্ভ রেশিও (সি আর আর)| এই সি আর আরও আগের মতো ৪ শতাংশই থাকছে| তবে ঋণগ্রহীতাদের ই এম আই-এ ছাড় দেওয়া হচ্ছে না|
সুদের হার অপরিবর্তিত রাখার পাশাপাশি ২০১৬-১৭ আর্থিক বছরে দেশের আর্থিক বৃদ্ধি ৭.৬ শতাংশ থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে আর বি আই-এর তরফে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *