BRAKING NEWS

সুরঙ্গ-সড়ক তৈরি করে গুয়াহাটিকে যানজট থেকে মুক্তি দেবে অসম সরকার

গুয়াহাটি, ০২ জুন, (হি.স.) : উত্তর-পূর্বের প্রবেশদ্বার মহানগরের সৌন্দৰ্যবৰ্ধন, জমা জলের কৃত্রিম বন্যা রোধ, যানজট-সহ বিভিন্ন সমস্যা থেকে গুয়াহাটিকে মুক্তি দিতে বিশেষ গুরুত্ব দেবে অসমের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল নেৃতৃত্বাধীন নবনিৰ্বাচিত সরকার। সেই অনুযায়ী মহানগরের চিরপরিচিত যানজট সমস্যা দূর করতে কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে এখন থেকেই ভাবনা শুরু করে দিয়েছে সরকার। প্ৰয়োজনে স্থানবিশেষে সুরঙ্গ-সড়ক তৈরি করেও এ-থেকে জনসাধারণকে রেহাই দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। চতুৰ্দশ অসম বিধানসভার প্ৰথম অধিবেশনের আজকের দ্বিতীয় দিন রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচৰ্য তাঁর অভিভাষণে গুয়াহাটি মহানগরের উন্নয়নে রাজ্য সরকারের এই পরিকল্পনার বিষয়ে বিস্তৃতভাবে জানান।

মহানগরের উন্নয়নের জন্য সরকারের পরিকল্পনার মধ্যে গুয়াহাটিকে একটি স্মাৰ্টসিটিতে রূপান্তরিত করার ক্ষেত্রে কেন্দ্ৰীয় সরকারের প্ৰচেষ্টার প্রতি সহযোগিতা করা, গুয়াহাটির মাস্টার প্ল্যানকে সংশোধন করা, নতুন সড়ক তৈরি করা, পুরনো রাস্তাগুলিকে সম্প্রসারিত করা এবং যেখানে সম্ভব সেখানে কয়েকটি সুরঙ্গ-সড়ক তৈরির মাধ্যমে যানজট সমস্যা দূর করার কথা জানান তিনি। এছাড়া মহানগরের পানীয় জল সমস্যা নিবারণে সবাইকে নিয়ে এক নতুন পানীয় জল সরবরাহ প্রকল্প স্থাপন, কৃত্ৰিম বন্যা প্ৰতিরোধ করতে অত্যাধুনিক প্ৰযুক্তির ব্যবহার, স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গে সংগতি রেখে মহানগরের আবৰ্জনা নিষ্কাশন ব্যবস্থা পুনঃসংগঠিত করা, মহানগরের বিভিন্ন এলাকায় সবুজ শামিয়ানা সৃষ্টি করা, কয়েকটি সবুজ উদ্যান ও জগিং স্থান তৈরি করা, মহানগর ও এর চতুর্পার্শ্বের পাহাড় এবং টিলাগুলিকে ধ্বংস থেকে রক্ষা করা, জলাশয়গুলিকে সুরক্ষিত রাখা এবং বৃহত্তর গুয়াহাটি অঞ্চলের অসংযুক্ত এলাকাগুলিকে নিয়ে সিটিবাসের ব্যবস্থা করাও যে সরকারের নতুন পরিকল্পনার অন্তর্ভুক্ত সে কথাও জানান রাজ্যপাল। তিনি বলেন, এছাড়া গুয়াহাটি মহানগরের জন্য রেলভিত্তিক দ্ৰুত গণ-পরিবহণ ব্যবস্থার তহবিল অনুমোদনের জন্য বিষয়টি সম্পর্কে রাজ্য সরকার ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করবে এবং এর নিশ্চিত সমাধানসূত্র বের করা হবে।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *