মেক্সিকো সিটি, ২ জুন (হি.স.) : মাত্র ঘণ্টাখানেকের ব্যবধানে দুটি ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূল| রিখটার স্কেলে এই দুটি ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১ ও ৪.৭| প্রথমটির মাত্রা ৫.১ হলেও অপরটি ৪.৭ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক পরিমাপক সংস্থা ইউএসজিএস| তবে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি| ইউএসজিএস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্যান প্যাট্রিসিয় উপকূল থেকে ১১৪ মাইল দূরে প্রথমে ৫.১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে| এরপর একই জায়গায় দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়|
2016-06-02