নির্বাচনী পদ্ধতি বদলানোর সময়, এসেছে জানালেন সুমিত্রা মহাজন

Sumitra Mahajanনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ নির্বাচনী পদ্ধতি বদল করার সময় এসেছে৷ দেশের একেক রাজ্যে একেক রকম পরিস্থিতি হলেও নির্বাচন যেভাবে হচ্ছে তাতে নিয়ন্ত্রণ আরো বাড়ানোর তাগিদ দেখা দিয়েছে বলে মন্তব্য করেন লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন৷ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, নির্বাচনী পদ্ধতি বদল করার সময় এসেছে৷ খুব সহসাই এই পদ্ধতি বদল করা সম্ভব না হলেও, এর প্রয়োজনীয়তা ভীষণভাবে দেখা দিয়েছে৷ এই পদ্ধতি বদলের ক্ষেত্রে আলোচনা আবশ্যক৷ কারণ, দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন পরিস্থিতি, পরিবেশ এবং চিন্তাধারার মধ্যে বিস্তর ফারাক রয়েছে৷ সব রাজ্যই একই পরিকাঠামোতে চলছে তা বলা মুশকিল৷ বৈচিত্র্যে ঘেরা এই দেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিভিন্ন ক্ষেত্রে তফাৎ প্রচুর৷ তিনি বলেন, উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম দেশের বিভিন্ন রাজ্যগুলি আলাদা আলাদা ধাঁচে গড়ে উঠেছে৷ ফলে সেখানকার নির্বাচনী পদ্ধতি স্বাভাবিকভাবেই এক রাজ্যের সাথে অন্য রাজ্যের বিস্তর ফারাক রয়েছে৷ পাহাড়ি রাজ্যে যে পরিস্থিতি সমতল রাজ্যগুলিতে তার ভিন্ন চিত্র দেখা যায়৷ পরিকাঠামোগত, জনসংখ্যার নিরিখে রাজ্যগুলিকে বিচার করতে হবে৷ ফলে, এই নির্বাচনী পদ্ধতি বদলের ক্ষেত্রে আলোচনার পথ অবলম্বন করলে আগামীদিনে সংসদীয় গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে৷ নির্বাচনে খরচ কমানোর ক্ষেত্রে দেশের নির্বাচন কমিশন ক্রমাগত নজরদারি রাখছে এবং এর বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিয়ে চলেছে৷ কিন্তু, তারপরও নির্বাচনী পদ্ধতি আরো বদল আবশ্যিক হয়ে উঠেছে৷
এদিন তিনি, জনপ্রতিনিধিদের দায়বদ্ধতার প্রশ্ণে জোর গলায় বলেন, জনগণের প্রতি রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা রয়েছে৷ একদিকে যেমন রাজনৈতিক নেতৃত্বদের দলের প্রতি দায়বদ্ধতা রয়েছে, তেমনি জনগণের প্রতিও তাদের সমান দায়বদ্ধতা আছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *