BRAKING NEWS

রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লোকসভার অধ্যক্ষাকে স্মারক বিজেপির

BJP LOGOনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লোকসভার অধ্যক্ষাকে অবহিত করল বিজিপি রাজ্য কমিটি৷ একই সঙ্গে একটি স্মারকও তুলে দেওয়া হয়েছে দলের তরফে৷ স্মারকলিপিতে রাজ্যে বিভিন্ন সময়ে নারী নির্যাতন ও রাজনৈতিক হিংসার তথ্য উল্লেখ করা হয়েছে৷
রাজভবনে ভারতীয় জনতা পার্টির এক প্রতিনিধি দল লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজনের সাথে এক সাক্ষাৎকারে মিলিত হন৷ মূলত রাজ্যের ক্রমবর্ধমান নারী নির্যাতন এবং আইন শৃঙ্খলার অবনতি অধ্যক্ষার গোচরে নেওয়া হয়৷ উক্ত প্রতিনিধি দলে মোট পাঁচ জন নির্যাতিতা এবং তাদের পরিবারবর্গও উপস্থিত ছিলেন৷ তারা হলেন, আগরতলার টাটাকালীবাড়ির সোমা মজুমদার, ফটিকরয়ের সবিতা ভট্টাচার্য্য, তেলিয়ামুড়ার রাঙ্খলপাড়ার কবিতা কলই, আমবাসার অলক দেব এবং সিধাইয়ের চাচুবাজারের ধর্ষিতা নাবালিকা৷ অধ্যক্ষা প্রত্যেকের কথা আলাদা ভাবে শুনেন৷ সবকিছু শুনে তিনি রীতিমতো স্তম্ভিত হন৷ আলোচনাকালে তিনি উল্লেখ করেন উত্তর পূর্বাঞ্চলের এই ছোট রাজ্য মহিলাদের অবস্থা যে কতটা ভয়াবহ তা তিনি আসলে জানতে পারতেন না৷
সব মহিলা নির্যাতিতাদের এবং কমলপুর কলেজে ছাত্র জঘন্য আক্রমণের শিকার অলক দেবকে এই বলে আশ্বাস দেন যে তাদের ন্যায় বিচার পাইয়ে দেবার জন্য তিনি যথাসাধ্য উদ্যোগ নেবেন৷ পরে প্রত্যেক নির্যাতিতা এবং বিজেপি নেতৃত্বের কাছে গভীর সন্তোষ ব্যক্ত করে বলেন যে রাজ্যে একজন সামান্য পুলিশ কনস্টেবল তাদের অভিযোগে কর্ণাপত করেনি৷ সেই জায়গায় লোকসভার স্পীকার যেভাবে মনযোগ সহকারে তাদের অত্যাচারের বর্ণনা শুনেছেন তাতে প্রত্যেকেই আপ্লুত এবং আশাবাদী যে তারা ন্যায় বিচার পাবেন৷ বিজেপির প্রতিনিধি দলে ছিলেন রাষ্ট্রীয় প্রভারী সুনীল দেওধর, রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব প্রমুখ৷
এদিকে, বিজেপি নেতৃত্বেও রাজ্যপাল তথা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের উপর সাংসদ জীতেন্দ্র চৌধুরী যে প্রতিক্রিয়া সেটা স্বাভাতই একটা অপরিপক্ক রাজনীতিবিদের পরিচয় দেয়৷ সাধারণ দৃষ্টিতে দেখলে এই বিষটা এই রকম জায়গায় দাঁড়ায় যে প্রধানমন্ত্রীর উপর মাননীয় রাজ্যপালের উপর তিনি যে অনৈতিক আক্রমণাত্মক মন্তব্য করে নিজেকে রাজনৈতিক প্লেটফর্ম জীবিত রাখার যে সস্তা প্রয়াস চালাচ্ছেন তারই প্রমাণ পাওয়া গেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *