BRAKING NEWS

ললিত মোদির বিরুদ্ধে ইন্টারপোলের কাছে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করবে ভারত

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : প্রাক্তন আই পি এল কমিশনার ললিত মোদির বিরুদ্ধে ইন্টারপোলের কাছে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করবে ভারতের একাধিক তদন্তকারী সংস্থা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার এবং ই ডি–কে চেন্নাই পুলিস জানিয়েছে, ললিত মোদি এবং আরও সাত জনের বিরুদ্ধে অর্থ নয়ছয়ের অভিযোগে যে এফ আই আর রয়েছে, তার তদন্ত চলছে। খুব শিগগিরই তদন্তের কারণে ললিতের হাজিরা চেয়ে স্থানীয় আদালতে মামলা করবেন চেন্নাই পুলিসের তদন্তকারী আধিকারিক (আই ও)। প্রাক্তন বি সি সি আই সভাপতি নারায়ণস্বামী শ্রীনিবাসন ২০১০ সালে ললিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই নিয়ে নানা তথ্য জোগাড় করতে পেরেছে চেন্নাই পুলিস। এই অভিযোগের ভিত্তিতেই ললিতের বিরুদ্ধে ২০১২ সালে মামলা দায়ের করেছিল ই ডি। এরপরই তাঁর বিরুদ্ধে ইন্টারপোলে লাল সতর্কতা জারির আবেদন করেছিল। কিন্তু বেশ কিছু প্রশ্ন তুলে সেই আবেদন ফিরিয়ে দেয় ইন্টারপোল। সদ্য শেষ হওয়া সংসদের অধিবেশনে এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় অর্থ রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিনহা জানান, চেন্নাই পুলিস ললিতের আর্থিক দুর্নীতি নিয়ে যে তদন্ত করছে তার স্টেটাস রিপোর্ট চাওয়া হয়েছে। সেই রিপোর্ট হাতে পেলেই ইন্টারপোলের তোলা প্রশ্নের উত্তর দেওয়া হবে। ললিত মোদিকে ভারতে প্রত্যর্পণের জন্য ব্রিটেনের কাছে আবেদন করেছে বিদেশ মন্ত্রক। এবার ইন্টারপোলের মাধ্যমে একই আবেদন করবে সি বি আই।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *