নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৫ মে৷৷ বাড়িতে ঢুকে এক যুবতীকে ধর্ষণের চেষ্টা চালাল এক বিবাহিত যুবক৷ অভিযুক্ত যুবক প্রতাপ ঘোষের বিরুদ্ধে খোয়াই থানায় লিখিত অভিযোগ করেন যুবতীর দিনমজুর বাবা৷ পুলিশ ঐ লম্পট যুবকের বিরুদ্ধে ৪৪৮৩৭৬/৫১১ আইপিসি ধারায় মামলা গ্রহণ করলেও তার টিকির নাগাল পায়নি৷ ঘটনাটি ঘটেছে খোদ খোয়াই পুর পরিষদ এলাকার মরানদী এলাকায়৷ ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, মরানদী এলাকার দিনমজুর বাবার এক যুবতী কন্যা গতকাল রাতে প্রচন্ড গরমে মাটিতে শুয়েছিল৷ রাত সাড়ে দশটায় পাশ্ববর্তী প্রতিবেশী বিবাহিত যুবক প্রতাপ ঘোষ চুপিচুপি ঐ যুবতীর গরে ঢুকে তাকে জাপটে ধরে ধর্ষণের বদ্ উদ্দেশ্যে৷ সঙ্গে সঙ্গেই যুবতীটি চিৎকার করলে তার পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে এলে প্রতাপ দ্রুত পালিয়ে যায়৷ আজ সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় মানুষ ঘটনার অভিযোগ নিয়ে যায় স্থানীয় কাউন্সিলার লীলারাণী ঘোষের কাছে৷ বিষয়টি স্পর্শকাতর হওয়াতে কাউন্সিলার যুবতীর বাবাকে আইনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন৷ আজ দুপুরে যুবতীর দিনমজুর বাবা মেয়ের উপর যৌন অত্যাচারের চেষ্টা করার অভিযোগে এনে প্রতাপের বিরুদ্ধে মামলা করেন৷ উল্লেখ্য প্রতাপ ঘোষ ডিডব্লিউএস দপ্তরের কর্মী৷ এই কর্মচারীর জঘন্য ঘটনায় মরানদী এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ জন্মায়৷ জানা যায়, প্রতাপ আজ সকাল থেকেই গা ঢাকা দিয়ে রয়েছে৷
2016-05-26