নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ একদিকে চাকুরী বঞ্চিত প্রার্থীদের চাপ, অন্যদিকে অফারপ্রাপকদের চাপ৷ দিশেহারা অবস্থায় রাজ্য প্রশাসন৷ ফায়ারম্যান পদে নিয়োগ ঘিরে যে কথিত অনিয়মের অভিযোগ উঠেছে তাতে গোটা প্রশাসন রীতিমতো সিদ্ধান্তহীনতায় ভুগছে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার চাকুরী বঞ্চিতদের অভিযোগ শুনেছেন এবং ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন৷ সেই প্রেক্ষিতে অফারপ্রাপক ভাগ্যবানরা ফায়ারম্যান পদে নিয়োগপত্র পাচ্ছেন না৷ ৩৮৪ জন অফারপ্রাপক যুবক এখন এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছেন৷ তাদের ভাগ্যাকাশে কি সূর্য্যোদয় ঘটবে নাকি অফার বাতিল হয়ে যাবে এনিয়ে চরম ধোঁয়াশার মধ্যে রয়েছেন তারা৷ ফায়ার সার্ভিস বিভাগের পক্ষ থেকে নিয়োগপত্র স্থগিত রাখার নির্দেশ জারি করার পর কর্তৃপক্ষ নীরব ভূমিকায় রয়েছেন, তাতে অফারপ্রাপকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে৷
এই পরিস্থিতিতে অফারপ্রাপকরা বুধবার মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাসভাবনের সামনে ধর্ণা প্রদর্শন করেন৷ মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তারা তাদের বক্তব্য পেশ করেছেন৷ তাদের বক্তব্য অবিলম্বে তাদের নিয়োগ কার্য্যকর করতে হবে৷ মুখ্যমন্ত্রীর কাছ থেকে তেমন কোন সন্তোষজনক আশ্বাস না পেয়ে তারা অগ্ণিনির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়ার সরকারী আবাসনে ধর্ণা দেয়৷ সেখানে মন্ত্রীকে না পেয়ে কারমন্ত্রী মণিন্দ্র রিয়াংয়ের সাথে সাক্ষাৎ করে তাদের দাবী জানিয়েছেন৷ কারামন্ত্রীর কাছ থেকেও তেমন কোন সন্তোষজনক আশ্বাস পাননি তারা৷ পরে মন্ত্রীদের বাসভাবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন৷
প্রসঙ্গত, ফায়ারম্যান পদে নিয়োগে অনিয়মের কথিত অভিযোগ উঠেছে৷ এই অভিযোগ আনেন সিভিল ডিফেন্সের ভলান্টিয়াররা৷ তাদের দাবি অনেক যোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের ফায়ারম্যান পদে নিয়োগ করা হয়নি৷ যদিও নিয়োগ নীতি অনুযায়ী সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য পদ সংরক্ষিত ছিল৷ সম্প্রতি ৩৮৪ জন ভাগ্যবান ফায়ারম্যান পদে অফার পেয়েছেন৷ অফার বন্টন করার পরপরই সিভিল ডিফেন্সের ভলান্টিয়াররা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেন৷ ৩৮৪ টি পদের মধ্যে ১১টি সংরক্ষিত ছিল সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের জন্য৷ কিন্তু যাদের এই ১১টি অফার প্রদান করা হয়েছে তাদের মধ্যে মাত্র চারজন এই পদের জন্য যোগ্য৷ বাকি সাতজন রাজনৈতিক নেতাদের মাধ্যমে অফার বাগিয়ে নিয়েছেন৷ এই সাতজনের সিভিল ডিফেন্সের প্রয়োজনীয় যথার্থ প্রশিক্ষণ নেই বলে অভিযোগ৷ ফায়ারম্যান পদে নিয়োগের ক্ষেত্রে সিভিল ডিফেন্সের ভলান্টিয়ারদের কমপক্ষে সাত বছরের প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে৷ যে সাতজন অফার পেয়েছেন তারা মাত্র সাত দিনের প্রশিক্ষণ নিয়েছিলেন৷
এদিকে, সিভিল ডিফেন্সের বেশ কিছু ভলান্টিয়ার ইতিমধ্যেই চাকুরীর জন্য আবেদন করতে পারছেন না৷ তারা বয়সোত্তীর্ণ হয়ে গিয়েছেন৷ আরও কিছু ভলান্টিয়ার রয়েছেন যারা বয়সোত্তীর্ণ হতে চলেছেন৷ এই পরিস্থিতিতে তারা দাবী জানিয়েছেন অবিলম্বে ফায়ারম্যান পদে তাদের নিয়োগ করতে হবে৷ একই সঙ্গে সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের অভিযোগ ফায়ারম্যান নিয়োগের ক্ষেত্রে শাসক দল তাদের নিজেদের পছন্দের লোককে অফার দিয়েছে৷ এক্ষেত্রে অনেক অফার দেওয়া হয়েছে নগদ টাকার বিনিময়ে৷ এইসব অভিযোগ সিভিল ডিফেন্সের ভলান্টিয়াররা মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে জানিয়েছিলেন৷ এরপরই এই ৩৮৪ জন ফায়ারম্যান পদে অফারপ্রাপকদের নিয়োগ স্থগিত করে দেওয়া হয়েছে৷ এতেই অফরাপ্রাপকদের পরিবার পরিজনদের মধ্যে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে চাকুরী নিয়ে৷ বাধ্য হয়ে অফারপ্রাপকরা তাদের পরিবারের অভিভাবকদের নিয়ে বুধবার মুখ্যমন্ত্রীর দরবারে গিয়েছেন৷
2016-05-26

