BRAKING NEWS

অসমে দফতর বণ্টন নয়া মন্ত্রীদের, মুখ্যমন্ত্রীর হাতে বহু বিভাগ, সুশাসনরাজ কায়েমের নির্দেশ সর্বার

sarbananda sonowalগুয়াহাটি, ২৫ মে (হি.স.) : গৃহ, সাধারণ প্রশাসন, রাজনৈতিক, তথ্য ও জনসংযোগ-সহ বেশ কয়েকটি দফতর নিজের হাতে রেখে অন্য দশ মন্ত্রীর দফতরও বণ্টন করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। নবগঠিত তাঁর মন্ত্রিসভার প্রথম বৈঠকে মন্ত্রক বণ্টন করে গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারি সিদ্ধান্তও নেওয়া হয়েছে। উল্লিখিত দফতরের পাশাপাশি সমাজকল্যাণ, শক্তি তথা বিদ্যুৎ, অসম চুক্তি রূপায়ণ, সংখ্যালঘু ও পার্বত্য এলাকা উন্নয়ন, সীমান্ত সুরক্ষা, ছাপা তথা মুদ্রণ, রাজস্ব, আইন মন্ত্রক, সাংস্কৃতিক পরিক্রমা,দুর্যোগ প্রশমন নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ। মুখ্যমন্ত্রীর হাতে অতিরিক্ত এবং বাকি বণ্টন হয়নি এমন দফতরগুলি দ্বিতীয় দফার মন্ত্রীদের মধ্যে বণ্টন করা হবে। তাছাড়া, অসমে বিজেপি-র ঐতিহাসিক বিজয়ের কাণ্ডারি বলে খ্যাত বিদায়ী তরুণ গগৈ মন্ত্রিসভার প্রভাবশালী প্রাক্তন মন্ত্রী, সর্বানন্দ সরকারের সেকেন্ড-ইন কমান্ড ড. হিমন্তবিশ্ব শর্মার হাতে গিয়েছে দশটি দফতর। সেগুলি অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, পর্যটন, গুয়াহাটি উন্নয়ন, খাদি ও গ্রামোদ্যোগ, সমবায়, পেনশন ও গণ-অভিযোগ দফতর। চন্দ্রমোহন পাটোয়ারি পেয়েছেন পরিবহণ, উদ্যোগ ও বাণিজ্য, এবং সংসদীয় পরিক্রমা দফতর। অগপ সভাপতি অতুল বরাকে দেওয়া হয়েছে কৃষি, উদ্যানশস্য, নগরোন্নয়ন, গ্রামোন্নয়ন, পশু পালন দফতর। বিপিএফ-এর প্রমিলারানি ব্রহ্ম পেয়েছেন ভূমি সংরক্ষণ, উপজাতি-সমতল-পশ্চাদপদ শ্রেণি উন্নয়ন, বন ও পরিবেশ, কয়লা ও খনি দফতর। অগপ-র কার্যনির্বাহী সভাপতি কেশব মহন্তকে দেওয়া হয়েছে জলসম্পদ ও বিজ্ঞান-প্রযুক্তি দফতর। রঞ্জিত দত্ত পেয়েছেন জলসেচ, হস্ততাঁত ও বস্ত্রশিল্প, এবং রেশম বিভাগ। পরিমল শুক্লবৈদ্যকে দেওয়া হয়েছে পূর্ত, মৎস্য ও আবগারি দফতর। বিপিএফ-এর রিহন দৈমারিকে দেওয়া হয়েছে খাদ্য ও অসামরিক সরবরাহ, জনস্বাস্থ্য ও কারিগরি এবং গ্রাহক সুরক্ষা দফতর। স্বাধীন দ্বায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী নব দলে পেয়েছেন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, ক্রীড়া ও যুবকল্যাণ এবং মুখ্যমন্ত্রীর সংযোগী সাংস্কৃতিক পরিক্রমা ও সমাজ কল্যাণ দফতর। আরেক স্বাধীন দ্বায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী পল্লবলোচন দাস পেয়েছেন শ্রম ও নিয়োগ, চা জনগোষ্ঠী কল্যাণ এবং মুখ্যমন্ত্রীর সংযোগী শক্তি তথা বিদ্যুৎ, রাজস্ব, দুর্যোগ প্রশমন দফতর।
দফতর বণ্টনের পর নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে রাজ্যের করুণ সংকটাপন্ন আর্থিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আগামী দশদিনের মধ্যে অর্থ ব্যবস্থার ওপর এক শ্বেতপত্র প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া তিনি নিজে এবং তাঁর মন্ত্রীরা অতিরিক্ত কনভয় নিয়ে চলাচল না-করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, রাজ্যবাসীর আশা-আকাঙ্ক্ষার কথা মনে করিয়ে দিয়ে সকল মন্ত্রীকে নিজের নিজের দফতরের কাজকর্ম সুচারুরূপে সম্পাদন করতে নির্দেশ দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, রাজ্যে সংস্থাপিত সকল চেকগেট বিলুপ্ত করতে হবে। তাছাড়া তাঁর সরকারকে দুর্নীতি থেকে দূরে থেকে এক সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে শীর্ষ আমলাদেরও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *