BRAKING NEWS

ক্ষমতার মসনদে বসেই জনবিরোধী কার্যকলাপে লিপ্ত হয় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ঃ জীতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের সরকারের সমালোচনায় মুখর হন বাম সাংসদ জীতেন্দ্র

জীতেন্দ্র চৌধুরী
জীতেন্দ্র চৌধুরী

চৌধুরী৷  ধলাই জেলার আমবাসার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের আমবাসা বিভাগীয় কমিটির দুদিনব্যাপী সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত প্রকাশ্য  সমাবেশে প্রধান বক্তার ভাষণে সাংসদ জীতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচচার হন৷ তিনি বলেন পূর্বতন ইউপিএ সরকার যেসব নীতি গ্রহণ করেছিল তাতে দেশবাসী ক্ষোভে ফঁুসছিলেন৷ এই ক্ষোভকে অনুকূলে আনার লক্ষ্যে তৎকালীন সময়ে বিজেপির প্রচারের মুখ নরেন্দ্র মোদি আচ্ছে দিন আসবে বলে প্রচার চালিয়েছিলেন৷ বিজেপি ক্ষমতায় আসলে দেশে গরিবি হটানো হবে, বেকার সমস্যা সমাধান হবে, উন্নয়ন প্রকল্প সঠিক বাস্তবায়িত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ শুধু প্রতিশ্রুতিই নয় রীতিমত কর্পোরেটের ধাঁচে বৈদ্যুতিন প্রচার মাধ্যম ও সংবাদপত্রে ফলাও করে বিজ্ঞাপনও প্রচার করেছেন৷ তাতে আকৃষ্ট হয়ে দেশের মানুষ বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ ধন্য করে৷ এরই সুবাদে বিজেপি কেন্দ্রে ক্ষমতাসীন হয়৷ ক্ষমতার মসনদে বসেই জনবিরোধী কার্যকলাপে লিপ্ত হয় নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার৷ গত দুবছর সময়কালের মধ্যে কেন্দ্রের বর্তমান সরকার তিনটি বাজেট প্রস্তাব পেশ করেছে৷ এসব বাজেট দেশবাসীর বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সহায়ক হয়নি৷ কর্পোরেট দুনিয়াকে লাভবান করতেই বাজেটে সংস্থান রাখা হয়৷ নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়িত হয়নি৷ তাদের সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানিয়েছেন বাম সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *