নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ দ্বাদশে বিজ্ঞান বিভাগের ফলাফল নিয়ে কেলেঙ্কারির দায় এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কর্তারা৷ শনিবার ঘটা করে সাংবাদিক সম্মেলনে সময়ের আগে দ্বাদশে বিজ্ঞান বিভাগে ফল প্রকাশ করা হয়েছে বলে কৃতিত্ব জাহির করে বিকেলেই চুপিসারে এক বিজ্ঞপ্তি জারি করে ত্রুটির কথা স্বীকার করেন পর্ষদ সভাপতি মিহির দেব৷ এই বিজ্ঞপ্তি রাজ্যের দুয়েকটি সংবাদ মাধ্যমেই কেবল পাঠানো হয়৷ রাজ্যের বৃহৎ অংশের সংবাদ মাধ্যমকে এই বিজ্ঞপ্তি সম্পর্কে জানায়নি পর্ষদ৷ ফলে, রবিবার বিষয়টি নিয়ে পর্ষদ সভাপতি এবং সচিবকে টেলিফোনে যোগাযোগ করার বহু চেষ্টা হলেও তাঁদের কাউকেই পাওয়া যায়নি৷ রবিবার সরকারী ছুটির দিন হওয়ায় স্বাভাবিকভাবেই পর্ষদ কার্যালয়ে কেউই আসবেন না৷ ফলে ত্রুটি নিয়ে যেসমস্ত প্রশ্ণ উঠতে শুরু করেছে তার সঠিক তথ্য মিলেনি৷
শনিবার রাজধানীর সমস্ত সংবাদ মাধ্যমকে সকালে ফল প্রকাশের সাংবাদিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হলেও বিকালে ত্রুটি স্বীকার করার জন্য সকলের কাছে কোন সংবাদ পৌছানো হয়নি কেন এই প্রশ্ণ উঠছে৷ তাতে রাজ্যের এক বৃহৎ অংশের পরীক্ষার্থীরা বিভ্রান্তির মধ্যেই রয়ে যান৷ পর্ষদের এক করণীক জানিয়েছেন, কেলেঙ্কারি ধামাচাপা দিতেই সংবাদ মাধ্যমের সকলকে ত্রুটির বিষয়ে জানায়নি পর্ষদ৷ কারণ বিষয়টি গতকালকেই সব সংবাদ মাধ্যম জেনে ফেললে নানা প্রশ্ণ পর্ষদ সভাপতির সামনে তুলে ধরা হত৷ যার কোন জবাবই তাঁর কাছে নেই৷
শনিবার দ্বাদশে বিজ্ঞান বিভাগে ফল প্রকাশের দেখা যায় প্রকাশিত ফলের সাথে কোন প্র্যাক্টিক্যাল নম্বর যোগ করা হয়নি৷ ফলে, বিভ্রান্তি আরো বাড়ল যেসকল পরীক্ষার্থীরা থিওরিতে কোন কোন বিষয়ে ২১ এর কম নম্বর পেয়েছে তাদের কারোর কারোর ফল পাস হিসাবে দেখানো হয়েছে ওয়েবসাইটে৷ প্রকাশিত সংবাদে জানা গেছে, পর্ষদ সভাপতি এর দায় কলকাতায় যে সংস্থা এই ফলাফলের সিডি বানিয়েছে তাদের উপর ফেলেছে৷ পর্ষদ সভাপতির বক্তব্য, কলকাতা থেকে যে সিডি পাঠানো হয়েছে তা ভুলে ভরা ছিল৷ তাতেই এই বিপত্তি ঘটেছে৷ ফলে এই বিপত্তি ঘিরে নানা প্রশ্ণ উঠেছে৷
শনিবার বিজ্ঞপ্তিতে পর্ষদ সভাপতি বলেছেন, ওয়েবসাইটে যে ফলাফল দেখাচ্ছে তাতে প্র্যাক্টিক্যাল এবং প্রজেক্টের মার্কস যোগ করা নেই৷ পাশাপাশি আরো কিছু ত্রুটি থাকতেও পারে৷ সেজন্য তিনি, পরীক্ষার্থী, সুকলগুলির প্রধান এবং অভিভাবকদের আগামী ২৩ মার্চ মার্কশিট পাওয়া পর্যন্ত সঠিক পর্যন্ত সঠিক ফল জানার জন্য অপেক্ষা করতে অনুরোধ জানান৷ এখন প্রশ্ণ, মার্কশিট যে ভুলে ভরা নয় তার কি প্রমাণ৷ কারণ যেখান থেকে সিডি এসেছে একই ডাটাবেস থেকেই তো মার্কশিটও হয়েছে৷
এদিকে, বিজেপি রাজ্য কমিটির পর্যদের এই কেলেঙ্কারির নিন্দা জানিয়েছে৷ রবিবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য কমিটি পর্ষদ সভাপতির সমালোচনায় মুখর হয়৷ পাশাপাশি এই গাফিলতির জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে দলের তরফে৷ এদিকে, রবিবার সন্ধ্যায় এক বৈঠকে সিদ্ধান্ত হয়, সোমবার পর্ষদ সভাপতিকে ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করবে বিজেপি যুব মোর্চা৷
2016-05-23