নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ মোবাইল ফোনের টাওয়ারগুলির ব্যাটারি চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ বড়সর একটি চক্র ব্যাটারি চুরির সঙ্গে জড়িত রয়েছে৷ শুক্রবার রাতেও এয়ারপোর্ট থানার গান্ধীগ্রাম এলাকার একটি টাওয়ার থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায়৷ ঐ টাওয়ারের দায়িত্বপ্রাপ্ত এক কর্মী বিষয়টি কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্ট থানায় জানায়৷ পুলিশও চটজলদি ব্যবস্থা গ্রহণ করে৷ একটি মারুতী গাড়ি করে ব্যাটারিগুলি আগরতলার দিকে নিয়ে আসা হচ্ছিল৷ এয়ারপোর্ট থানার পুলিশ পটুনগর এলাকায় গাড়িটি আটক করতে সক্ষম হয়৷ আটক করা মারুতী গাড়িটির নম্বর টিআর-০১-জি-০৪১৯৷ ঐ গাড়ি থেকে সাতটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে৷ গাড়ি চালক কৃষ্ণ দাসকেও গ্রেপ্তার করা হয়৷ তার বাড়ি আশ্রম চৌমুহনী এলাকায়৷ তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে৷ লেফুঙ্গা থানাধীন বামুটিয়ার বেরিমুড়া এলাকার লিটন দেবরায়ের বাড়িতে শনিবার সকালে হানা দেয় পুলিশ৷ সে ঐ চোরচক্রে জড়িত রয়েছে৷ তাকে বাড়িতে না পেয়ে আগরতলায় তার শ্বশুর বাড়িতে হানা দেয় পুলিশ৷ শ্বশুর বাড়ি থেকে চোর জামাই লিটন দাসকে পাকড়াও করে পুলিশ৷ আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই চক্রে জড়িত আরও কয়েকজনের নামধাম জানতে পেরেছে৷ সেই অনুযায়ী পুলিশ আরও দুজনকে আটক করেছে৷ আটক চারজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে৷ এই চক্রে জড়িত আরও কয়েকজনকে জালে তুলতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ এই বিষয়ে জানতে চাওয়া হলে, এয়ারপোর্ট থানার ওসি অশোক কুমার পাল জানান, সময়মতো খবর পাওয়ার ফলেই ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার সময় গাড়িটি আটক করা সম্ভব হয়েছে এবং ব্যাটারিগুলিও উদ্ধার করা সম্ভব হয়েছে৷ এই ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি জানান৷
এদিকে, যোগেন্দ্রনগরের বনকুমারী এলাকার প্রধান পাড়ায় আমতলী থানার পুলিশ হানা দিয়ে আরও শতাধিক ব্যাটারি উদ্ধার করেছে৷ এলাকার এক শাসক দলের নেত্রীর বাড়িতে ব্যাটারিগুলি মজুত ছিল৷ ঐ নারীনেত্রীর পুত্র ব্যাটারি ব্যবসায়ী বলে জানা গিয়েছে৷ জানা যায় বিএসএনএল এবং এয়ারটেলের টাওয়ারের বেশকিছু ব্যাটারি চুরি হয়েছে৷ বিএসএনএলের তরফে এই ব্যাপারে আমতলী থানায় সুনির্দিষ্ট অভিযোগও করা হয়৷ এরই পরিপ্রেক্ষিতে আমতলী থানার পুলিশ শনিবার যোগেন্দ্রনগরে বনকুমারী এলাকায় প্রধানপাড়ায় শাসক দলীয় নেত্রীর বাড়িতে হানা দিয়ে শতাধিক ব্যাটারি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে৷ শাসক দলীয় নেত্রীর পুত্রকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে৷ কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি৷ এনিয়ে নানা মহলে গুঞ্জন শুরু হয়েছে৷
2016-05-22