BRAKING NEWS

বিজয় মিছিল দেখে মনে হয় যেন ত্রিপুরা জয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ পশ্চিমবঙ্গে তৃণমূলের এবং আসামের বিজেপির বিরাট জয়ে এরাজ্যে দুদলের কর্মী

আসামে দলের জয়ের পরিপ্রেক্ষিতে আগরতলায় প্রদেশ বিজেপির বিজয় মিছিল৷  বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷
আসামে দলের জয়ের পরিপ্রেক্ষিতে আগরতলায় প্রদেশ বিজেপির বিজয় মিছিল৷ বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷

সমর্থকরা উল্লাসে মেতে উঠেন৷ সম্ভবত এই প্রথম অবাম কোন দল বর্হিরাজ্যের ফলাফলের ভিত্তিতে এরাজ্যে উৎসবের মেজাজে বিজয় উল্লাসে মেতে উঠেন৷ বৃহস্পতিবার সকাল থেকেই এরাজ্যে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকরা ফলাফল নিয়ে অতি উৎসাহী ছিলেন৷ এক্সিট পোল মোতাবেক পশ্চিমবঙ্গে তৃণমূল এবং আসামে বিজেপি ক্ষমতার মসনদে বসার ইঙ্গিত মিলেছিল৷ তৃণমূলের প্রত্যাবর্তন এবং আসামে পরিবর্তনকে ঘিরে এরাজ্যে দুই অবাম শিবিরে আজ সকাল থেকেই উৎসবের মেজাজ লক্ষ্য করা গেছে৷ বেলা যত গড়িয়েছে ফলাফল স্পষ্ট হওয়া শুরু হতেই উভয় শিবির আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়ে উঠেন৷ বিজেপি রাজ্য কার্যালয়ে উৎসবের পরিবেশ দেখে মনে হয়েছিল যেন আসাম নয়, ত্রিপুরাতে পরিবর্তন হয়েছে৷ একইভাবে তৃণমূল শিবিরেও বাজিপটকা নিয়ে বিজয়োল্লাসে মেতে উঠে৷

পঃবঙ্গের ক্ষমতায় প্রত্যাবর্তনের জন্য আগরতলায় প্রদেশ তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস ৷ বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷
পঃবঙ্গের ক্ষমতায় প্রত্যাবর্তনের জন্য আগরতলায় প্রদেশ তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস ৷ বৃহস্পতিবার তোলা নিজস্ব ছবি৷

ফলাফল ঘোষণা হতেই পৃথক সাংবাদিক সম্মেলন করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস আসাম এবং পশ্চিমবঙ্গের ফলাফল এরাজ্যেও প্রতিফলিত হবে বলে দাবি করেন৷ বিজেপি প্রদেশ সভাপতির বক্তব্য, এই প্রথম পূর্বোত্তরে কোন রাজ্যে সরকার গড়তে চলেছে বিজেপি৷ ত্রিপুরা সীমান্ত লাগোয়া আসামে বিজেপির সরকার গঠন মানেই ক্রমেই দল এগিয়ে চলেছে ত্রিপুরার দিকে৷ এরাজ্যে ২০১৮ বিধানসভা নির্বাচনকে দল পরবর্তী লক্ষ্য হিসেবে নিয়েছে বলে জানান বিজেপি প্রদেশ সভাপতি৷ বিপ্লব দেব এদিকে, প্রদেশ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী বলেন, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এখন পশ্চিমবঙ্গ পুনরায় বিজয় শেষে পরবর্তী লক্ষ্য হিসেবে নিয়েছেন এরাজ্যকে৷ কংগ্রেস যেহেতু এরাজ্যে অপ্রসাঙ্গিক হয়ে উঠেছে, সেক্ষেত্রে আগামী বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেসই জায়গা করে নেবে বলে তাঁর দাবি৷ পাশাপাশি তিনি রঙ বিচার না করে সমস্ত অবাম দলকে এক জোট হয়ে বৃহত্তর বামবিরোধী মঞ্চ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন৷ এদিন, গোটা রাজ্যেই বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকরা বিজয়োল্লাসে মেতে উঠেছিলেন৷ কৈলাসহরে বিজেপির সুবিশাল মিছিল শহর কাঁপিয়েছে৷ একইভাবে রাজধানী আগরতলায় বিভিন্ন জায়গায় মিছিল এবং বাজি পোড়ানো হয়েছে৷ প্রদেশ তৃণমূল চেয়ারম্যান জানিয়েছেন, আগামীকাল গোটা রাজ্যে বিজয় মিছিল করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *