BRAKING NEWS

বিজেপিকে ইস্যু ভিত্তিক সমর্থনে আপত্তি নেই ঃ মমতা

mamataকলকাতা, ১৯ মে৷৷ মতাদর্শগত ফারাক থাকলেও বিজেপিকে ইস্যু ভিত্তিক সমর্থনে কোন আপত্তি নেই বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী৷ বৃহস্পতিবার দুপুরেই কালীঘাটে বিজয়ী হচ্ছেন অনেকটা নিশ্চিত হয়ে সাংবাদিক সম্মেলনে তৃণমূলনেত্রী জানিয়েছেন, বিজেপির সাথে মতাদর্শগত বহু ফারাক রয়েছে৷ তবে, বিজেপিকে ইস্যু ভিত্তিক সমর্থনে কোন আপত্তি নেই৷ তাতে ভোটপর্ব সাঙ্গ হতেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের নয়া সমীকরণ খোদ তৃণমূল নেত্রীর বক্তব্যে ফুটে উঠেছে৷ গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গী ছিল কংগ্রেস৷ তখন কেন্দ্রের ক্ষমতায় ইউপিএ সরকার৷ এবার সরাসরি বিজেপির সাথে কোন সমঝোতা না হলেও সংখ্যাতত্বের নিরিখে বিজেপি তৃণমূলকে অনেকটাই পাত্তা দিতে চাইছে এবং এর ফায়দা তৃণমূলও নিয়েছে তা নেত্রীর বক্তব্যে স্পষ্ট৷ তাতে নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনী অনেকটায় নিষ্ক্রীয় ভূমিকা পালন করেছে বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ কারণ কেন্দ্রের নির্দেশের বাইরে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর নিস্ক্রীয় ভূমিকা পালন করা সম্ভব নয়৷ নিন্দুকের মতে, সংসদে তৃণমূলকে কাছে পেতেই বাইরে থেকে বিজেপি তৃণমূল বিরোধী আওয়াজ তুললেও গোপনে সহায়তা করেছে৷
এদিকে, বামেদের সঙ্গে জোট কংগ্রেসের রাজনৈতিক ভুল৷ সেই কথা উল্লেখ করে তৃণমূল নেত্রী বলেন, তাদের নানা দিক থেকে চাপের মুখে ফেলার জন্যই ডান-বাম উভয় দল অনৈতিক ভাবে জোট করেছে৷ মানুষ তা প্রত্যাখান করেছেন৷ এদিন তিনি আরও জানিয়েছেন, নব নির্বাচিত বিধায়কদের নিয়ে আগামীকাল বৈঠক করবেন৷ আগামীকালই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবীও জানাবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *