নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ ফাঁসিতে আত্মহত্যা করেছে এক যুবক৷ তার নাম প্রীতম সাহা (২২)৷ বাড়ি রাজধানীর রামঠাকুর সংঘ এলাকায়৷ বুধবার সকালে নিজ বাড়িতেই তিনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ কেন তিনি আত্মহত্যা করেছেন এনিয়ে পরিবারের লোকজনও ধন্দে৷ প্রীতমের অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ সকালে যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ এই ব্যাপারে পূর্ব আগরতলা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নেওয়া হয়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷
2016-05-19