ফের ধস লামডিং-বদরপুর পাহাড় লাইনে, বাতিল রেল পরিষেবা

rail lineগুয়াহাটি, ১৭ মে (হি.স.) : লামডিং-বদরপুর-শিলচর পাহাড় লাইনের মাইগ্রেনডিসা-মাহুরের মধ্যবর্তী মাধবটিলায় বড়সড় ধস পড়ায় ওই রুটে ফের বাতিল করা হয়েছে রেল পরিষেবা। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে এ-খবর জানানো হয়েছে। গতকাল দুপুর থেকে অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ওই অঞ্চলে রেল সড়কের ওপর ধস এবং রেল ট্র্যাকের নীচের মাটি খসে যাওয়ায় বিপত্তির সৃষ্টি হচ্ছে। জানানো হয়েছে, রেললাইনের মেরামতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন রেলের বিভিন্ন স্তরের ইঞ্জিনিয়ার-আধিকারিক-কর্মীরা। তবে রেল সারাইয়ের কাজে বড় বাধার সৃষ্টি করছে ধারাবর্ষণ।
গতকাল রাত থেকে বাতিল ট্রেনের মধ্যে রয়েছে লামডিং-শিলচর রুটের চারখানা ট্রেন। এরমধ্যে গুয়াহাটি-শিলচর ২৫৬৫৭ এবং শিলচর-গুয়াহাটি ২৫৬৫৮ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে। তবে এই দুটি ট্রেন গুয়াহাটি-শিয়ালদা-গুয়াহাটি পর্যন্ত চলাচল করবে বলে জানানো হয়েছে। অনুরূপভাবে ৫৫৬১৫ এবং ৫৫৬১৬ গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জারও বাতিল করা হয়েছে। ধারা বৃষ্টির দরুন পাহাড় লাইনের ওই রুটের নানা জায়গায় রেল ট্র্যাকের নীচের মাটি খসে যাওয়া এবং ডিটেকছড়া এলাকায় এতদিন ধস।
উল্লেখ্য, লামডিং-বদরপুর-শিলচর রেল পরিষেবা ব্যাহত হওয়ায় দক্ষিণ অসমের বরাক উপত্যকার পাশাপাশি প্রতিবেশী তিন রাজ্য ত্ৰিপুরা,মিজোরাম ও মণিপুরের জনসাধারণ বেজায় অস্বস্তিতে পড়েছেন।
তবে শিলচর থেকে আগরতলা পর্যন্ত রেল চলাচল শুরু করে খানিক হলে ত্রিপুরার কিছুটা স্বপ্ন পূরণ করেছে রেল কর্তৃপক্ষ।