নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ রাজ্যের নবম ব্লাড ব্যাঙ্ক হিসাবে উদ্বোধন হল বিলোনিয়া মহকুমা হাসাপাতলের ব্লাড ব্যাঙ্ক৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বাসুদেব মজুমদার এবং সুবল দাস৷ জেলা সভাধিপতি হিমাংশু রায়, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা জে কে দেববর্মা সহ অন্যান্য অতিথিবর্গ৷ অনুষ্ঠানে বক্তারা রক্তদানে বিলোনিয়ার অগ্রণী ভূমিকার কথা বলেন৷ এই ব্লাড ব্যাঙ্ক উদ্বোধন উপলক্ষ্যে আজ হাসপাতালে এক রক্তদান শিবির করা হয়৷ মন্ত্রী বাদল চৌধুরী উদ্বোধন করার কথা থাকলেও বিশেষ কাজে গতকাল রাতে আগরতলায় ছুটে যেতে হয়৷ আজ দিল্লিতে স্বাস্থ্যমন্ত্রীদের সভায় যোগ দিতে এবং ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈঠকে হাজির থাকার জন্য তাকে রাজ্যস্তরী হতে হয়েছে বলে আজ অনুষ্ঠানে উপস্থিত থাকেননি৷
2016-05-16