BRAKING NEWS

নির্বাচনের প্রাক্কালে তামিলনাড়ুতে বাজেয়াপ্ত ৫৭০ কোটি টাকা, তদন্তে নির্বাচন কমিশন

indianrupeeকোয়েম্বাটুর, ১৪ মে (হি.স.): আগামী ১৬ মে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন| তার আগে তামিলনাড়ুর তিরুপুর জেলায় উদ্ধার হল ৫৭০ কোটি টাকা| ৩টি কন্টেনার ভর্তি এই বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করেছে কমিশনের ফ্লায়িং স্কোয়াড| আধা সামরিক বাহিনীর সাহায্যে টাকা ভর্তি কন্টেনারগুলি উদ্ধার করে পুলিশ| যদিও টাকাগুলি ব্যাঙ্কের অভ্যন্তরীণ কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে দাবি করা হয়েছে| কিন্তু, তার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ এখনও মেলেনি|
নির্বাচন কমিশনের ফ্লায়িং স্কোয়াড কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে শনিবার সকালে কন্টেনারগুলির পিছু নেয়| থামানোর চেষ্টা করা হলেও চালকেরা কন্টেনারগুলি থামাননি| অবশেষে চেঙ্গাপল্লির কাছে কন্টেনার তিনটিকে থামানো হয়| এরপর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়| গাড়ির ভিতরে থাকা ব্যক্তি নিজেকে পুলিশের লোক বলে পরিচয় দিলেও সাধারণ পোশাকেই দেখা গিয়েছে তাঁকে| ওই ব্যক্তি জানান, টাকাগুলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোয়েম্বাটুর শাখা থেকে বিশাখাপাটনামে নিয়ে যাওয়া হচ্ছিল| কিন্তু, তারও কোনও প্রমাণ দেখাতে পারেননি বলে দাবি ফ্লায়িং স্কোয়াডের| টাকাগুলি আদৌ ব্যাঙ্কের কী না তা জানতে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে খবর পাঠানো হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *