BRAKING NEWS

সৌদির সঙ্গে সম্পর্কের উন্নতি না হওয়ায় এবছর হজে যেতে পারছেন না ইরানিরা

তেহেরান, ১৩ মে (হি.স.) : সৌদি আরবের সঙ্গে সম্পর্কের উন্নতি না হওয়ায় এবছর হজে যেতে পারছেন না ইরানি নাগরিকরা| শুক্রবার ইরানের সংস্কৃতিমন্ত্রী আলি জান্নাতি এই তথ্য জানিয়ে বলেছেন, ইরান বিষয়টি নিয়ে এগুলোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালালেও সৌদি আরব আলোচনার মধ্যে একটি ধবংসাত্মক ভূমিকা পালন করেছে| যদিও আলি জান্নাতির এ কথায় সৌদি কর্তৃপক্ষ এখন পর‌্যন্ত কোন মন্তব্য করেনি|
সৌদি আরবে শিয়া সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতা নিমর আল নিমরের মৃতু্যদণ্ড কার‌্যকর করে সৌদি আরব| পরে এই ঘটনাকে কেন্দ্র করে ইরানে প্রতিবাদকারীরা সৌদি আরবের কূটনৈতিক মিশনে হামলা চালালে রিয়াদ ও তেহরানের সম্পর্কের অবনতি হয়|
এছাড়া গতবছর হজ করতে গিয়ে পদপিষ্ট হয়ে দুই হাজারেরও বেশি হাজী মারা গেছেন| তাদের মধ্যে ইরানের ৪৬০ জন হাজী রয়েছেন| এই দুই ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যেও তিক্ত সম্পর্ক রয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *