বালাদে আত্মঘাতী বোমা হামলায় আরও চার নিরাপত্তারক্ষীর মৃতু্য

বাগদাদ, ১৩ মে (হি.স.) : ইরাকের বালাদ এলাকায় আত্মঘাতী বোমা হামলায় আরও চার নিরাপত্তারক্ষীর মৃতু্য হয়েছে| শুক্রবার এই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে|
খবরে বলা হয়েছে, বালাদ এলাকায় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে আত্মঘাতী এই হামলা চালায় এক ব্যক্তি| এসময় ওই আত্মঘাতী হামলাকারীসহ ১২জনের মৃতু্য হয়| পরে চিকিত্সাধীন আরও চার নিরাপত্তারক্ষী মারা যান|