হায়দরাবাদ, ১৩ মে (হি.স.) : প্রথমবার ভারতের মাটি স্পর্শ করল বিশ্বের সব থেকে বড় বিমান| শুক্রবার সকালে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই দানবাকৃতি অ্যান্টোনভ এএন-২২৫ বিমানটি | মঙ্গলবার প্রথম বাণিজ্যিক উড়ানে কিয়েভ থেকে আকাশে ওড়ে এই বিমান | গন্তব্য অস্ট্রেলিয়ার পার্থ | পথে ভারতে অবতরণ করল এই বিমান | ১৩০ টন ওজন নিয়ে বিমানের প্রথম উড়ান দেখতে পার্থে ৫০ হাজার লোক জুটতে পারে বলে খবর | ইতিমধ্যে ভাইরাল হয়েছে বিমানের উড়ানের ভিডিও |
বিমানটির ডানার দৈর্ঘ্য ৮৮ মিটার বা ২৯০ ফুট | এ ছাড়া এর প্রস্থ ৮৪ মিটার বা ২৭৫ ফুট| বিমানটি ওড়ানোর জন্য কমপক্ষে ছয় জন ক্রু প্রয়োজন হয়|১৯৮৮ সালের ২১ ডিসেম্বর বিমানটিকে প্রথম আকাশে ওড়ানো হয়| সে সময় বিমানটি নির্মিত হয়েছিল ৱুরান স্পেস শাটল ও তার রকেট ৱুস্টার পরিবহনের জন্য| পরবর্তীতে অ্যান্টোনভ এয়ারলাইন্স এটি বিশেষ মালামাল পরিবহনের জন্য ব্যবহার করছে| বিমানটিতে ৩২টি চাকা রয়েছে| চাকাগুলো টেক অফের সময় সর্বোচ্চ ৬৪০ টন ওজন নিতে পারে| তবে বিমানটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ওজন নেওয়া হয়েছে ১৯০ টন প্রায়| যা একটি বিশ্বরেকর্ডও বটে| বিমানটি স্পেস শাটল পরিবহনের কাজেও ব্যবহৃত হয়েছে| নির্মাতা সংস্থা পরিকল্পনা অনুযায়ী এ ধরনের আরেকটি বিমান তৈরির কাজ দ্রুত শেষ করবে| যেটি নির্মিত হলে বিমানেই ২৫০ টন ওজন তোলা যাবে| সেটি নির্মাণে ৩০০ মিলিয়ন ডলার ব্যয় হতে পারে
2016-05-13