রাঁচি, ১৩ মে (হি.স.): ঝাড়খণ্ডের ছাত্রা জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক সাংবাদিক| মৃত সাংবাদিকের নাম ইন্দ্রদেও যাদব| তিনি স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করতেন| বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার সময় তাঁর উপর আক্রমণ চালানো হয়| পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে আততায়ীরা মোটরবাইকে করে এসে সাংবাদিক ইন্দ্রদেও যাদবকে লক্ষ্য করে পাঁচটি গুলি চালায়| ঘটনাস্থলেই মৃতু্য হয় তাঁর|
এই ঘটনায় শোকপ্রকাশ করেছে ঝাড়খণ্ড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জার্নালিস্ট বিচার মঞ্চ ও অন্য সংবাদমাধ্যম| জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার ও মৃত সাংবাদিকের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়েছে|
2016-05-13