নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ বিদ্যুৎ নিগমের খাম খেয়ালিপনার কারণে অল্পেতে রক্ষা পেয়েছেন চন্দ্রপুর দাস পাড়া এলাকার মানুষজন৷ জানা যায়, গতকাল রাতে কোন এক সময় এলাকার বিষ্ণুপালের পুকুরে বিদ্যুৎপরিবাহী একটি তার ছিঁড়ে পড়ে যায়৷ তাতে পুকুরের মাছ,সাপ সহ অন্যান্য সমস্ত জলজ প্রাণী মরে সাফ হয়ে যায়৷ আজ সকালে এক মহিলা পুুকুরে মুখ ধুতে গিয়ে অল্পেতে প্রাণে বেঁচেছেন৷ বিষয়টি লক্ষ্য না করলে নিঃসন্দেহে ঐ মহিলারও মৃত্যু হত৷ এই খবর ছড়িয়েপড়তেই এলাকার মানুষ জনদের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ বিষয়টি বিদ্যুৎনিগমের অফিসে ফোন করে জানানো হয়৷ ভোর পাঁচটায় বিদ্যুৎনিগমের অফিসে খবর জানানো হলেও বিদ্যুৎ কর্মীরা সেখানে পৌঁছান বেলা দশটায়৷ তাতে এলাকাবাসীর মধ্যে বিদ্যুৎনিগমের কর্তব্যপরায়ণতা নিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরের পাড়ে একটি বিদ্যুতের খঁুটি রয়েছে৷ গত প্রায় ছয়মাস ধরে বিদ্যুতের ঐ খঁুটিতে বিদ্যুৎপরিবাহী তার স্পর্শ হয়ে প্রায়ই স্পার্ক করত৷ বিষয়টি বহুবার বিদ্যুৎনিগমের অফিসকে জানানো হয়৷ কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয়নি৷ গত কয়েকদিন আগে বিদ্যুতের ঐ খঁুটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়েএকটি গরুর মৃত্যু হয়েছিল৷ ঐসময়ও বিদ্যুৎসংযোগ ছিন্ন করে স্পর্শ হয়ে থাকা তারটি কেটে নিয়ে দায়িত্ব খালাস করেছিল বিদ্যুৎনিগমের কর্মীরা৷ আজও একই কৌশল নিয়েছে নিগম কর্মীরা৷ পুকুরে যেতারটি পড়েছিল সেটি কেটে নিয়েই চলে যায় বিদ্যুৎনিগমের কর্মীরা৷ তাতে এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ পুকুরের মালিক জানিয়েছেন তার প্রায় ৩০-৩৫ হাজার টাকা মাছ মরে সাফ হয়ে গেছে৷ এলাকাবাসী উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিদ্যুৎনিগমের কাছে দাবি জানিয়েছেন৷
2016-05-13