BRAKING NEWS

সংবাদ মাধ্যমের উপর দায় চাপিয়ে উল্টো সুর এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্যের

নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : বিশ্ববিদ্যালয়ের কাজে কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের হস্তক্ষেপ ইসু্যতে চব্বিশ ঘন্টার মধ্যেই উল্টোসুর এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার‌্য রতনলাল হাংলুর| আগের দিনই বিশ্ববিদ্যালয়ের কাজে কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের হস্তক্ষেপের অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন তিনি| এবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে চিঠি লিখে সংবাদমাধ্যমের ওপর দায় চাপিয়েছেন| তাঁর অভিযোগ, সংবাদমাধ্যম তাঁর বক্তব্যের উল্টো ব্যাখ্যা করছে|
রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারিকে লেখা চিঠিতে আগের বক্তব্য থেকে সম্পূর্ণ ভোলবদলে হাংলু লিখেছেন, স্মৃতি কখনই বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে হস্তক্ষেপ তো করেননি| বরং তাঁর ৱুদ্ধিমত্তা দিয়ে সর্বদাই উত্সাহ যুগিয়েছেন| সংবাদমাধ্যমে প্রকাশিত বিকৃত মন্তব্য উপেক্ষা করা উচিত বলেও চিঠিতে লিখেছেন উপাচার‌্য|
উল্লেখ্য, গতকাল রাজ্যসভায় বিশ্ববিদ্যালয়ের কাজে রাজনৈতিক হস্তক্ষেপের প্রসঙ্গটি উঠেছিল| উপাচার‌্য অভিযোগ করেছিলেন, স্নাতকোত্তর কোর্সে প্রবেশিকা পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ভরার সিদ্ধান্ত মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের হস্তক্ষেপে বদল করতে হয়েছে| তাঁর অভিযোগের তীর ছিল মন্ত্রী স্মৃতি ইরানির দিকে| হাংলু এর আগে অভিযোগ করেছিলেন, কংগ্রেস, বিজেপি, সমাজবাদী পার্টি এবং এবিভিপি-র বহু নেতা বিশ্ববিদ্যালয়ের কাজে নাক গলাচ্ছেন| রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত না হলে বিশ্ববিদ্যালয় তার হৃত গৌরব ফিরে পাবেন না বলেও মন্তব্য করেছিলেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *