মুকুলের পর সুব্রত মুখার্জি ও ফিরহাদের সাথে বৈঠক করলেন সুদীপরা

SUDIP Trinamoolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯  মে৷৷ চূড়ান্ত কোন সিদ্ধান্ত হল না৷ মুকুল রায়ের পর ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক সুব্রত মুখার্জির সাথে দেখা করে বৈঠক করলেন সুদীপ বর্মণরা৷ বৈঠকে আরেক তৃণমূল নেতা ফিরহাদ হাকিমও ছিলেন৷ সূত্রের খবর, সোমবার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সাথে দেখা করার কথা থাকলেও কোন কারণ বশতঃ সুদীপ বর্মণরা সাক্ষাৎ পাননি তৃণমূল নেত্রীর৷ তাঁর বদলে সুব্রত মুখার্জি এবং ফিরহাদ হাকিমের সাথে বৈঠক করে মঙ্গলবার রাজ্যে ফিরে আসছেন সুদীপবাবুরা৷ এদিন, সুদীপ বর্মণের সাথে ছিলেন কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা এবং বহিষৃকত প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী৷ সূত্র অনুসারে জানা গেছে,  তৃণমূল নেত্রী মুকুল রায় এবং সুব্রত মুখার্জির   কাছ থেকে সুদীপ বর্মণদের তৃণমূলে যোগদানের বিষয়ে এই দুইদিনে কি আলোচনা হয়েছে তা বিস্তারিত জানার পর  তাদের সাথে বৈঠক করবেন৷ তৃণমূল চাইছে ত্রিপুরাতেও সংগঠন বিস্তার করার জন্য৷ তাতে সুদীপ বর্মণদের দলে টেনে নিয়ে কতটা ফায়দা হবে সে বিষয়ে নানা পর্যবেক্ষণ শেষেই তৃণমূল নেত্রী তাদের সাথে সাক্ষাৎ করবেন৷ যতদূর খবর, সুদীপ বর্মণদের দলে নেওয়া নিয়ে দুটানায় রয়েছে তৃণমূল কংগ্রেস৷ সূত্রের খবর, তৃণমূলে যোগদানের ক্ষেত্রে সুদীপ বর্মণদের কিছু শর্তও রয়েছে৷ ফলে, তাদের দলে নিয়ে আখেরে কতটা ফলপ্রসূ হবে সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরই তৃণমূল নেত্রী সুদীপবাবুদের সাথে পাকাপাকি কথা বলবেন৷ তবে, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের অনেকেই চাইছেন ত্রিপুরায় কংগ্রেসের বিদ্রোহকে কাজে লাগিয়ে বামবিরোধী মঞ্চ এরাজ্যে শক্তিশালী করতে সুদীপ বর্মণদের  দলে টেনে নেওয়ার জন্য৷