নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৮ মে৷৷ ফের আঠারমুড়া পাহাড়ের ঘন জঙ্গলে বুনো ভাল্লুকের আক্রমণে আহত এক উপজাতি

শ্রমিক৷ আহত শ্রমিকের নাম বুদ্ধ কুমার দেববর্মা৷ বয়স আনুমানিক ৩২৷ বাড়ি মুঙ্গিয়াকামী থানাধীন হলুদিয়া এডিসি ভিলেজের ছনবাড়ি এলাকায়৷ বর্তমানে আহত উপজাতি যুবকের চিকিৎসা রাজধানীর জিবি হাসপাতালে চলছে৷
সংবাদে জানা যায়, রবিবার সকালে ছনবাড়ি এলাকার বাসিন্দা পদ্ম দেববর্মার বিবাহিত ছেলে বুদ্ধকুমার দেববর্মা প্রতিদিনের মতো বনের বাঁশ কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়৷ দুপুর বেলা বাড়িতে না ফিরতে দেখে বাড়ির লোকজন খোঁজাখঁুজি করার জন্য জঙ্গলে তল্লাশি চালায়৷ সে সময় বাড়ি থেকে প্রায় মাইল দুয়েক দূরে দেখতে পায় গভীর জঙ্গলে বুদ্ধ কুমারের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে৷ ওর কাছ থেকে জানতে পারে বুদ্ধকে বুনো ভাল্লুক আক্রমণ করেছে৷ তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশে ভাল্লুকের আক্রমণের ক্ষত রয়েছে৷ পরে বাড়ির লোকেরা তাকে রক্তাক্ত অবস্থায় তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়৷ এদিকে, জঙ্গলে প্রতিনিয়তই বুনো হাতি কিংবা বুনো জন্তু জানোয়ারের আক্রমণের ঘটনা ঘটে চলছে৷ অর্থের দিকে স্বাবলম্বী না হওয়াতে তারা চিকিৎসা করাতে পারছে না৷