BRAKING NEWS

উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্মেলন শুরু

পিয়ংইয়াং, ৬ মে (হি.স.) : শুক্রবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্মেলন শুরু হয়েছে| এদিন সকাল থেকে দেশের রাজধানী পিয়ংইয়াংয়ের সেন্ট্রাল স্কোয়ারে সম্মেলন শুরু হয়| এটি দলটির সপ্তম সম্মেলন বলে ঘোষণা করা হয়েছে| তবে ১৯৮০ সালের পরে তিনদশকের মধ্যে এই সম্মেলনকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে|
সম্মেলনে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে দলের নেতাকর্মীরা এসেছেন| এজন্য রাজপথের দুই পাশে দলীয় পতাকাসহ বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছে| দেশের প্রধান নেতা কিম জং উন দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, পারমাণবিক সক্ষমতাসহ বিভিন্ন ইসু্যতে সম্মেলনে বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *