BRAKING NEWS

অবশেষে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

Donald Trumpওয়াশিংটন, ৪ মে (হি.স.) : অবশেষে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প| ট্রাম্পের ঝড়ে ছিটকে পড়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেড ক্রুজ| মঙ্গলবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রাাইমারিতে বড় জয় পেলেন ট্রাম্প| টেড ক্রুজকে হারিয়ে তিনি এই জয়লাভ করেনবলে ৱুধবার এখবর জানা যায়| ট্রাম্পের এই জয়ের ফলে মনোনয়নের দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করেছেন টেড ক্রুজ| ইতিমধ্যে রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রিন্স প্রিবাস জিওপির মনোনীত প্রার্থী হিসেবে ট্রাম্পের নামটাই ঘোষণা করেছেন| আর দলের ভেতরের সকলেই তার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন| প্রায় ৫৩ শতাংশ ভোট পেয়ে ট্রাম্প এই জয় নিশ্চিত করেন| অপরদিকে ইন্ডিয়ানায় স্বল্প ব্যবধানে হেরেছেন ডেমোক্র‌্যাট প্রার্থী হিলারি ক্লিনটন| বার্নি স্যান্ডার্স এই রাজ্যে ৫২.৪৮ শতাংশ ভোট পেয়েছেন| হিলারি পেয়েছেন ৪৭.৫২ শতাংশ ভোট|
জয়ের পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই দেশ সুন্দর ও ভালোবাসার দেশ হতে যাচ্ছে|
টেড ক্রুজ বলেন, ট্রাম্প ভোটারদের সঙ্গে ছলনা করছেন| কারণ ট্রাম্প নিউইয়র্ক টাইমস সম্পাদকীয় বোর্ডকে বলেছেন তিনি কোন প্রাচীর নির্মাণ করবেন না এবং কাউকে বিতাড়িতও করবেন না| কিন্তু তিনি সে কথা রাখেননি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *