রাজ্যে বহু এলাকা ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড, ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, উদয়পুর, বিলোনীয়া, তেলিয়ামুড়া, ২ মে ৷৷ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড রাজ্যের বহু এলাকা৷ ভেঙ্গেছে

উদয়পুরে ঝড়ে লন্ডভন্ড চিল্ড্রেন্স একাডেমি সুকল৷ ছবি - অপুরাম সরকার৷
উদয়পুরে ঝড়ে লন্ডভন্ড চিল্ড্রেন্স একাডেমি সুকল৷ ছবি – অপুরাম সরকার৷

ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খঁুটি৷ তাতে একদিকে যেমন অবরুদ্ধ হয়েছে যান চলাচল৷ পাশাপাশি বহু এলাকা বিদ্যুৎ যন্ত্রণার শিকার হয়৷ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দুজন আহত হয়েছেন বলেও খবর৷ এগার বছরের এক নাবালিকা এবং পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধা গুরুতরভাবে আহত হয়েছেন৷ বহু ঘরবাড়ি খরকুটোর মতো উড়ে গেছে৷ মোট কথা, রবিবার ঘূর্ণিঝড় যে তান্ডব চালিয়েছে তাতে ক্ষতিগ্রস্ত বহু এলাকা৷
রবিবারের ঝড়ে রাজধানী এলাকা আগরতলায় বড়দোয়ালি সহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে৷ ঝড়ে আগরতলা সংলগ্ণ বড়জলা, নরসিংগড়, আনন্দনগর সহ বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয়৷ বিশালগড়ে উদ্বাস্তুদের থাকার জন্য দেওয়া টিনের ঘরগুলি ঘূর্ণিঝড়ে উড়ে গেছে৷
[vsw id=”ampcWVymlkE” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এদিকে, উদয়পুরে ঘূর্ণিঝড়ে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়৷ রবিবার সন্ধ্যা থেকেই দেখা দেয় বিদ্যুৎ বিপর্যয়৷ উদয়পুরের খিল পাড়া এলাকায় চিলন্ড্রেনস একাডেমি সুকলের ঘর ঝড়ে উড়ে যায়৷ স্থানীয় একটি মসজিদের ছাউনি প্রায় একশ ফুট দূরে গিয়ে পড়ে৷ ঐ এলাকার তপন মজুমদারের বাড়ি সম্পূর্ণ ধুলিসাৎ হয়ে যায়৷ এদিকে, মাতাবাড়িতে উত্তর-দক্ষিণ মুখো একটি ঘর ঘূর্ণিঝড়ে পুরো ঘুরে গিয়ে পূর্ব-পশ্চিম মুখো হয়ে পড়ে৷ এদিকে, বিলোনিয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড়ে৷ মূলত, সমগ্র দক্ষিণ জেলাতেই ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে৷ বিলোনিয়াতে একটি বহু পুরোনো চামূল গাছ উপড়ে একটি বাড়িতে পড়ে৷ তাতে অল্পেতে ঐ বাড়ির বাসিন্দারা প্রাণে বেঁচে যান৷
জানা গেছে, রবিবার ঘূর্ণিঝড়ে গাছ ভেঙ্গে এক বৃদ্ধা গুরুতর জখম হয়েছে৷ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বড়জলার আমতলী এলাকার বাসিন্দা আদরিনী সাহা(৭৫) পা ভেঙ্গে গেছে৷ ঘূর্ণিঝড়ে গাছ পড়ে তার পা ভেঙ্গেছে বলে জানা গেছে৷ বর্তমানে ঐ বৃদ্ধা জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷
এদিকে, রবিবার রাতে বষর্ণ ও তুফানে লন্ডভন্ড তেলিয়ামুড়া মহকুমার বেশ কয়েকটি এলাকা৷ এদিনের তুফানে সাধারণ মানুষের বাড়িঘর ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংবাদ৷ গাছগাছালি সহ বৈদ্যুতিক খঁুটি ভূপতিত হয়ে বিদ্যুৎপরিষেবা বন্ধ হয়ে পড়েছে বুধবার থেকেই বিপর্যস্থ জনজীবন৷
সংবাদে জানা গেছে, রাতের সাইক্লোনে তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর, মুঙ্গিয়াকামী সহ তেলিয়ামুড়া ব্লকের বিভিন্ন এলাকায় বসবাসকারীদের ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে৷ তেলিয়ামুড়া ব্লকের সুদকরকারী এডিসি ভিলেজের দেবথাং এলাকায় টিএসআর ১১ নং ব্যাটেলিয়ানের ক্যাম্পের জওয়ানদের থাকার ঘরে বিশাল আকারের ঘর ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ সে সময় জওয়ানরা ঘরের মধ্যে ঘুমানো অবস্থায় ছিল৷ শব্দ পেয়ে তুফানের মধ্যে ঘর থেকে বেরিয়ে প্রাণ রক্ষা করে৷ এদিকে দেবথাং এলাকার বেশ কয়েকটি কলাবাগানের কলাগাছ ভেঙ্গে পড়েছে৷ এছাড়াও আঠারমুড়া জাতীয় সড়কে বিদ্যুৎ পরিবাহী তার খঁুটি ভেঙ্গে ভূপতিত হয়েছে৷ ভেঙ্গে গেছে রাস্তার পাশে গাছপালা৷ কিছু সময়ের জন্যে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এখন পর্যন্ত প্রাপ্ত খবরের মহকুমা শাসক কার্যালয়ে ৪০০-এর উপর বাড়িঘর ভাঙ্গার ব্যাপারে দরখাস্ত জমা পড়েছে৷ এদিকে, মহকুমা প্রশাসন সহ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা রাত থেকে কাজে লেগে গেছে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য৷ তবে যেভাবে বিদ্যুতের খঁুটি ভেঙ্গে বিদ্যুত পরিবাহী তার ছিন্ন হয়ে আছে কয়েকটি এলাকায় বাদ দিলে কবে নাগাদ বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না৷
এদিকে, গিয়েছিল মামার বাড়িতে বেড়াতে৷ কিন্তু ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দুটি পা ভেঙ্গে যায় এগার বছরের এক নাবালিকার৷ জানা গেছে, এগার বছরের অর্পিতা ভৌমিক বিশালগড়ের গোলাঘাঁটিতে মামার বাড়িতে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় ঘূর্ণিঝড়ে গাছ ভেঙ্গে পড়ে৷ তাতে তার দুটি পা ভেঙ্গে যায়৷ সঙ্গে সঙ্গে তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জিবিতে স্থানান্তর করেন৷ বর্তমানে অর্পিতার জিবি হাসপাতালে চিকিৎসা চলছে৷
অর্পিতার বাবা বিকাশ ভৌমিক জানিয়েছেন, তাদের বাড়ি উষা বাজারে৷ রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘূর্ণিঝড়ের সময় মামার বাড়িতে এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছিল তার মেয়ে৷ তখনই একটি গাছ ভেঙ্গে তার উপর পড়ে৷ তাতেই অর্পিতার দুটি পা ভেঙ্গে যায়৷ সঙ্গে সঙ্গে তার মামি বিশালগড় হাসপাতালে নিয়ে গেলে তাকে জিবিতে স্থানান্তর করেন চিকিৎসকরা৷ অর্পিতার বাবা জানিয়েছেন, পা ভেঙ্গে অল্পেতে প্রাণে বেঁচেছে তার মেয়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *