BRAKING NEWS

আলেপ্পোতে শান্তি ফিরিয়ে আনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

দামাস্কাস, ২ মে (হি.স.) : যুদ্ধবিধবস্ত সিরিয়ার আলেপ্পোতে শান্তি ফিরিয়ে আনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র| সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এই খবর জানিয়েছেন| এর আগে শান্তি আলোচনার জন্য রবিবার জেনেভায় পৌঁছে যান জন কেরি| এসময় তিনি সিরিয়ায় রাষ্ট্রসংঘ মিশন প্রধান, সৌদি আরব এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন|
তিনি বলেছেন, সিরিয়ার আলেপ্পোতে শান্তি ফিরিয়ে আনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসা হবে| আলেপ্পোর হিংসতা বন্ধ করাই এখন মূল লক্ষ্য বলেও তিনি জানান| এসময় তিনি আলেপ্পোতে বোমা হামলা বন্ধসহ সিরিয়ায় যুদ্ধবিরতির সময় বাড়ানোর আহ্বানও জানান|
এদিকে গত দশদিনে আলেপ্পোতে সিরিয়ার সরকারি বাহিনীর বোমা ও বিমান হামলা এবং বিদ্রোহীদের রকেট হামলায় কমপক্ষে আড়াইশোজনের মৃতু্য হয়েছে| এদের মধ্যে শিশুও রয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *