নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): রবিবার অর্থাত্ পয়লা মে থেকে বৃহত্তর দিল্লিতে কোনও পেট্রল বা ডিজেল চালিত ট্যাক্সি চলবে না| শনিবার চূড়ান্ত রায় শোনাল সুপ্রিম কোর্ট| সর্বোচ্চ আদালত এর আগে নির্দেশ দিয়েছিল, ৩০ এপ্রিলের মধ্যেই সব ট্যাক্সিকে সিএনজি-তে পরিবর্তিত করে নিতে| সেই সময় সীমায় কোনও রদবদল করল না সুপ্রিম কোর্ট| ট্যাক্সি মালিকরা আদালতকে জানিয়েছিলেন, ডিজেল গাড়িকে সিএনজি করার কোনও প্রযুক্তি বাজারে নেই| উত্তরে শীর্ষ আদালত জানিয়ে দেয়, প্রাইভেট ট্যাক্সিকে সিএনজি করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে| আর কোনও সুবিধা দেওয়া যাবে না|
তবে, যে সব ট্যাক্সির সর্ব ভারতীয় পারমিট আছে, সেগুলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয় বলেই জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত|
2016-04-30