পশ্চিম দিল্লিতে টায়ারের গুদামে আগুন, ১৫ টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি.স.): পশ্চিম দিল্লির সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট নগর এলাকায় টায়ারের গুদামে বিধ্বংসী আগুন| স্থানীয় সূত্রের খবর, ৱুধবার ভোর ৫টা নাগাদ দোতলা টায়ার গুদামের একতলায় আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের ১৫ টি ইঞ্জিন| যুদ্ধকাালীন তত্পরতায় চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ|
দমকলকর্মীরা জানিয়েছেন, প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *