BRAKING NEWS

পৃথক স্থানে যান সন্ত্রাসে গুরুতর জখম আট জন

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, বিলোনীয়া, ২২ এপ্রিল৷৷ ট্রাক, মারুতি ও বাইকের সংঘর্ষে আহত দুই৷ ঘটনা তেলিয়ামুড়া শহরের উপকন্ঠে আসাম-আগরতলা জাতীয় সড়কে শুক্রবার দুপুর ১টা নাগাদ৷ জানা যায়, যে আগরতলা থেকে এএসওআইসিওসি৯৭৮৮ নম্বরের একটি দূরপাল্লার লরি শিলচরের উদ্দেশ্যে যাচ্ছিল৷ তেলিয়ামুড়া শহরে আসতেই দ্রুতগতিতে একটি টিআর০১জেড-০৫৬২ নম্বরের মারুতি ভ্যানকে ধাক্কা দেয়৷ একই পথে যাচ্ছিল ভ্যানটি৷ ট্রাকের ধাক্কা খেয়ে ভ্যানটি একই পথে চলা টিআর০১ইউ -৪৫৩৪ নম্বরের একটি বাইকের সাথে ধাক্কা খায়৷ সঙ্গে সঙ্গেই বাইকের চালক পরিমল শীল(৪২) বাইক থেকে ছিটকে পড়ে যায়৷ পথ চলতি জনগণ তাকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়৷ বর্তমান তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে৷ অপরদিকে দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উত্তেজিতজনতা ট্রাক গাড়ির চালক ময়না আলিমুদ্দিন তালুকদারকে গণপিটুনি দেয়৷ ঘটনার আধঘন্টা কেটে গেলেও পুলিশের দেখা মেলেনি ঘটনাস্থলে৷ তবে কিছু সভ্য মানুষের জন্য অল্পেতে রক্ষা পায় ট্রাক গাড়ির চালক৷  তবে ঘটনায়  মারুতি ভ্যানের চালক আহত না হলেও ভ্যানটির কিছু ক্ষতি হয়েছে৷ পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক মারুতি এবং বাইকটিকে থানায় নিয়ে যায়৷ সঙ্গে ট্রাক গাড়ির চালককে থানায় নিয়ে যায়৷ পুলিশ একটি দুর্ঘটনার মামলা লিপিবদ্ধ করে৷ তবে তেলিয়ামুড়ায় ঘন ঘন পথ দুর্ঘটনা রোধে কোন সক্রিয় ব্যবস্থাপনা না থাকায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় জনগণ৷  অটো উল্টে আহত ৬ জন৷ এদের মধ্যে ৪ জন৷ মহিলা ও ২ জন শিশু৷ তিনজকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও স্বপ্ণা মালাকার নামে একজনকে গুরুতর আহত অবস্থায় জিবিতে রেফার করা হয়৷ আর শিপ্রা দাস ড এবং শ্রীকান্ত মল্লিক৷ এই দুই জনের চিকিৎসা চলছে বিলোনিয়া হাসপাতালে৷ অটোর যাত্রীরা জানায় অতিরিক্ত যাত্রী এবং দ্রুত গতির জন্য এই দুর্ঘটনা৷ বিলোনিয়া শহর থেকে প্রায় ৩কিমি দূরে গ্যারেজ টিলা এলাকায় একটি বড় গাড়িকে দ্রুত গতিতে  ওভার টেক করতে গিয়ে গাড়ির সাথে সামান্য ধাক্কা লেগে অটোটি উল্টে গেলে  এই দূর্ঘটনা ঘটে৷ চালক পালিয়ে যায় অটো নিয়ে৷ পুলিশ প্রশাসনের গাফিলতির জন্য এই দূর্ঘটনা৷ কারণ ইউনিয়ন করে সিটিইউ করে  অটোতে অধিক যাত্রী বহন করে চলছে৷ দীর্ঘদিন ধরে অটো মালিক ও চালকরা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে চলতে থাকলেও বলার কেউ নেই৷  ফলে দূর্ঘটনায় প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *