BRAKING NEWS

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে মুখ্যমন্ত্রীকে সময়সীমা বেঁধে দেওয়ায় আরও চাপে উত্তরাখণ্ডে কংগ্রেসর সরকার

Harish Rawat CMদেরাদুন, ২০ মার্চ (হি.স.): আরও চাপে উত্তরাখণ্ডে কংগ্রেসর সরকার । দলের নয় বিক্ষুব্ধ বিধায়ককে নিয়ে এমনিতে চাপে রয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। এবার তাঁর চাপ আরও বাড়িয়ে দিলেন রাজ্যপাল কৃষ্ণকান্ত পাল। ২৮ মার্চের মধ্যে সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য মুখ্যমন্ত্রীকে সময়সীমা বেঁধে দিলেন তিনি।দু’দিন আগেই বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে উত্তরাখণ্ড সরকার ফেলে দেওয়ার দাবিতে সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুণার নেতৃত্বে কংগ্রেসের নয় বিক্ষুব্ধ বিধায়ক। শুক্রবার বিজেপি বিধায়কদের সঙ্গে দিল্লি রওনা দেন বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা। তার আগে অবশ্য তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তারপরই সরকারের সংখ্যাগরিষ্ঠতা জন্য সময়সীমা বেঁধে দেন রাজ্যপাল।এদিকে, উত্তরাখণ্ডে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে কেন্দ্র উঠে পড়ে লেগেছে বলে সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সুরজেওয়ালা অভিযোগ করেন, অরুণাচল প্রদেশের পর এখন উত্তরাখণ্ডে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র করা হচ্ছে।  প্রসঙ্গত, পাহাড়ি এই রাজ্যে ৭০ আসনের বিধানসভায় কংগ্রেসের সদস্যসংখ্যা ৩৬| আর ৬ জন বিধায়ক প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক ফ্রন্টও আছে তাদের সমর্থনে| অন্যদিকে, বিজেপির বিধায়ক সংখ্যা ২৮| কিন্তু, এখন কংগ্রেসের ৯ জন বিধায়ক সরকারের বিপক্ষে ভোট দিলে সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *