BRAKING NEWS

দিল্লির নতুন পুলিশ কমিশনার অলোক কুমার বর্মা

Alok Kumar Vermaনয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির নতুন পুলিশ কমিশনার হিসেবে শপথ নিলেন অলোক কুমার বর্মা| বি এস বাসির জায়গায় দায়িত্ব নিলেন তিনি| জেএনইসু্যতে উত্তাল জাতীয় রাজনীতি| ঠিক এমনই সময় দিল্লির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন সিনিয়র আইপিএস অফিসার অলোক কুমার বর্মা| এজিএমইউটি (অরুণাচল প্রদেশ-গোয়া-মিজোরাম ও কেন্দ্রশাসিত অঞ্চল) ক্যাডারের ১৯৭৯ ব্যাচের আইপিএস অফিসার হলেন অলোক কুমার বর্মা| তিনি তিহার জেলের ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত ছিলেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *