হায়দরাবাদ, ২৯ ফেব্রুয়ারি (হি.স.) : জেএনইউ কাণ্ডে এবার রাহুল গান্ধীসহ ৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনলেন জনার্দন গৌড় নামে এক আইনজীবী| কংগ্রেসের সহ সভাপতি ছাড়াও এফআইআর দায়ের হয়েছে কংগ্রেস নেতা আনন্দ শর্মা, অজয় মাকেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই নেতা ডি রাজা, জেডিইউ-র কেসি ত্যাগী, জেএনইউ ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার ও জেডিইউ-র গবেষক ছাত্র উমর খলিদের বিরুদ্ধে| সোমবার আইবি নগরের ডেপুটি পুলিস কমিশনার তফসির ইকবাল এ খবর জানিয়েছেন| এ প্রসঙ্গে জেডিইউ-র কেসি ত্যাগী জানিয়েছেন, তাঁর জরুরি অবস্থার কথা মনে পড়ে যাচ্ছে| এ ব্যাপারে তাঁরা সংসদের বাইরে ও ভিতরে লড়াই চালিয়ে যাবেন|